Studypress Blog

অগ্রণী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হবে

03 Dec 2020

অগ্রণী ব্যাংক লিমিটেডে “সিনিয়র অফিসার” পদে নিয়োগের লক্ষ্যে Online-এ প্রাপ্ত আবেদনসমূহ যাচাইয়ান্তে যোগ্য বিবেচিত প্রার্থীদের ০১ ঘন্টা ব্যাপী ১০০ নম্বরের MCQ Test দুই সেশনে নিম্নে বর্ণিত তারিখ ও সময়ে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে:

তারিখঃ ১৯ মে, ২০১৭

 

আজ আলোচনা করব MCQ Test অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন নিয়ে।

MCQ Test হবে ১০০ নম্বরে।

সাধারণত প্রশ্ন আসে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে।

১. বাংলা

বহু নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে।

ব্যাকরণ অংশে বাগধারা, এককথায় প্রকাশ, শুদ্ধ-অশুদ্ধ, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, সন্ধিবিচ্ছেদ, সমাস, পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন করা হয়।

সাহিত্য থেকে কবি-সাহিত্যিকদের জীবনী বা বিভিন্ন কবিতার পঙক্তি আসতে পারে।

২. ইংরেজি

এমসিকিউ অংশে Fill in the blanks, Synonym, antonym, phrases and idioms, Tense, Correct Spelling, Sentence Correction, Analogy থেকে প্রশ্ন আসে।একই বিভাগ থেকে কয়েকটি করে প্রশ্ন থাকতে পারে।

৩. গণিত

মাধ্যমিক পর্যায়ের গণিত বই আয়ত্তে থাকতে হবে। এমসিকিউ অংশে সহজে উত্তর করার জন্য শর্টকাট টেকনিক ব্যবহার করে নিয়মিত চর্চা করতে হবে।

৪. সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয়াবলি থেকে বেশি প্রশ্ন করা হয়।

৫. তথ্যপ্রযুক্তি:

তথ্যপ্রযুক্তির জন্য কম্পিউটার সম্পর্কে মৌলিক ধারণা, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি সম্পর্কে জানা থাকতে হবে।

∎কিছু পরামর্শ -

১। প্রথমে, যে ব্যাংকে আবেদন করেছেন সেই ব্যাংকের বিগত সালের প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে সমাধান করা। তাহলে, আপনি বুঝতে পারবেন কি কি প্রশ্ন আসে এবং প্রশ্ন কোথায় থেকে আসে।

২। প্রতিটি বিষয় যেমন: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী), কম্পিটার, দৈনন্দিন বিজ্ঞান ও মানসিক দক্ষতা আলাদা আলাদা ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে নিন।

৩। অন্য প্রতিযোগীর চেয়ে আপনাকে আলাদা করে গড়ে তুলতে হলে ইংরেজি ও গণিতের উপর বেশি করে জোর দিন।

৪। ক্যালকুলেটর ছাড়া অংক করতে শিখুন।

৫। বর্তমান সময়ে ঘটে যাওয়া সকল খবর সংক্ষেপে নিজের সংগ্রহে রাখতে হবে।

৬। পর্যাপ্ত মডেল টেস্ট দিয়ে আপনার প্রস্তুতির অবস্থা পরখ করে নিন।

∎ব্যাংকার হওয়ার সকল উপকরণ পাচ্ছেন স্টাডিপ্রেসে (www.studypress.org)

∎Sonali, Janata, Agrani, Rupali & Krishi Bank -সহ (সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের) বিগত সকল পরীক্ষার প্রশ্নের নির্ভুল সমাধান।

∎নিচের Subject -সমূহ পড়তে পারবেন ও পরীক্ষা দিতে পারবেন-

--Aptitude

--English

--Mathematics

--Bangla

--General Knowledge(Bangladesh & International)

--Computer Knowledge

--Daily Science

--Banking

∎Current World-এ : সমসাময়িক খবর পড়তে পারবেন একঝলকে।

##########################################################

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide

বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ

 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs