Studypress Blog

বাংলাদেশের প্রধান নদ-নদী

23 Nov 2020

1 .বাংলাদেশের নদ- নদীর সংখ্যা কত?

উঃ ২৩০ টি/৭০০টি।

2 .বাংলাদেশে প্রবাহিত আর্ন্তজাতিক নদীর সংখ্যা কত?

উঃ ৫৭/৫৮ টি।

3 . উৎস হিসাবে আর্ন্তজাতিক নদীর কয়টি উৎস ভারতে?

উঃ ৫৪টি।

4 .উৎসস্থল হিসাবে আর্ন্তজাতিক নদীর কয়টির উৎসস্থল মায়ানমারে?

উঃ ৩টি।
5 . বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি?

উঃ হালদা ও সাংগু নদী।

6 .বাংলাদেশের প্রশস্থ নদী কোনটি?

উঃ যমুনা

7 . বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?

উঃ কর্ণফুলী।

8 . বাংলাদেশের র্দীঘতম ও গভীরতম নদী কোনটি?

উঃ মেঘনা ।

9 .বাংলাদেশের র্দীঘতম নদ কোনটি?

উঃ ব্রহ্মপুত্র।

10 . ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়?

 উঃ হিমালয়ের মানস সরোবর।

11 . বাংলাদেশ-মায়ানমার বিভক্তকারী নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত?

উঃ নাফ নদী। দৈর্ঘ্য ৫৬ কিঃ মিঃ।

12 .বাংলাদেশ-ভারতকে বিভক্তকারী নদীর নাম কি?

উঃ হাড়িয়া ভাঙ্গা।

13 . মেঘনার উৎপত্তিস্থল কোথায়?

উঃ আসামের লুসাই পাহাড়এ।

14 .উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?

উঃ বরাক নদী।

15 .মেঘনা কি কি নামে বিভক্ত হয়েছে?

উঃ সুরমা ও কুশিয়ারা।

16 .সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কি নাম ধারন করেছে

উঃ কালনি।

17 . কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারন করেছে?

উঃ ভৈরব বাজারের নিকট।

18.কর্ণফুলী নদী কোথা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

উঃ পার্বত্য চট্টগ্রাম দিয়ে।

19 . কর্নফুলী নদী কোথায় পতিতহয়েছে?

উঃ বঙ্গোপসাগর

20 .বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উঃ মেঘনা

21 . পদ্মা নদীর দৈর্ঘ্য কত?

উঃ ৩২৪ কিঃ মিঃ।

22 . এক কিউসেক বলতে কি বাঝায়?

উঃ প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানিরপ্রবাহ।

23 . ঢাকা শহরকে রক্ষার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধদেয়া হয় তার নাম কি?

উঃ বাকল্যান্ড বাঁধ।

24 .বাংলাদেশের কৃত্রিম হৃদ কোনটি?

উঃ রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদ

25 . কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়?

উঃ ১৯৬২ সালে।

26 .পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে?

উঃ চাঁদপুরে

27 .পদ্মা নদী যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে?

উঃ গোয়ালন্দে

28 .মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে সাথে কোথায় মিলিত হয়েছে?

উঃ ভৈরব বাজার।

29 .পদ্মা কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

উঃ রাজশাহী

30 .ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছেন কোন নদীর উপর?

উঃ গঙ্গা

31 .পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বাঁধ দেয় হয়েছে কোন নদীর উপরে?
উঃ কর্ণফুলী।

32 . গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?

উঃ হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ

33 .পদ্মা নদীর ভারতীয় নাম কি?

উঃ গঙ্গ।

34 .বাংলাদেশের প্রধান নদী বন্দর কোথায়?

উঃ নারায়নগঞ্জ

35.বাংলাদেশের নদী গবেষনা ইনস্টিটিউট কোথায়?

 উঃ ফরিদপুর

36 . কোন সালে ফারাক্কা ব্যারেজের নির্মান কাজ শেষ হয়?

উঃ ১৯৭৪ সালে

37 . কত সাল থেকে ফারাক্কা বাঁধ চালু হয়?

উঃ ১৯৭৫ সালে

38 .ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য কত?

উঃ ৭৩৬৩ ফুট ৬ ইঞ্চি

৫৬০০০ শিক্ষার্থী চাকুরীর প্রস্তুতি নিতে স্টাডিপ্রেস (www.studypress.org) ব্যবহার করছেন।  

স্টাডিপ্রেসে আপনি পাচ্ছেন এমন কিছু সুবিধা যা অন্য কোথাও পাবেন না।স্টাডিপ্রেসে প্রস্তুতি নিন এবং নিজেকে যাচাই করে নিন।  

এখানে আপনি পাবেন –

- বিসিএস, এমবিএ, ব্যাংক, সরকারি চাকুরী, শিক্ষক নিবন্ধন এর সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক আলোচনা ও প্রশ্ন।

- আগের সব পরীক্ষার প্রশ্ন ও উত্তর।

-মিস্টেক লিস্ট যা আপনার ভুল শুধরে নিতে সাহায্য করবে।

- আপনার প্রোগ্রেস, যা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কি কি পড়া বাকি আছে।

- আপনার স্ট্যাটিস্টিক, যা দেখে বুঝবেন আপনার প্রস্তুতি কেমন হচ্ছে।

- নিয়মিত মডেল টেস্ট।

- নিয়মিত কারেন্ট আফেয়ার্স আপডেট।

- সার্বক্ষণিক অনলাইন ও ফোন সাপোর্ট।

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide

বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs