Studypress Blog

সরকারের শীর্ষ ১০ মহাপ্রকল্প ( ফাস্টট্রাক প্রজেক্ট)

23 Nov 2020

উচ্চতর প্রবৃদ্ধি অর্জন ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবকাঠামো খাতের ইতিবাচক ভূমিকা বিবেচনায় নিয়ে সরকার দেশের ভৌত অবকাঠামো উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। এ জন্য ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় অগ্রাধিকারমূলক (ফাস্টট্রাক) সংশ্লিষ্ট ভৌত অবকাঠামো খাতের মন্ত্রণালয়/বিভাগের অধীন (বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু, রেলপথ, নৌ-পরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি) প্রকল্পগুলোর অনুকূলে মোট ৪৪ হাজার ৬৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা মোট এডিপির ৪০ দশমিক ৩২ শতাংশ। গুরুত্বপূর্ণ ১০টি প্রকল্পকে সরকার ‘ফাস্টট্রাক প্রকল্প’ হিসেবে চিহ্নিত করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন পরিবীক্ষণের জন্য প্রধানমন্ত্রীকে সভাপতি করে ২০১৩ সালে ‘ফাস্টট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে। এ ছাড়া ওই কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিবকে সভাপতি করে ‘ফাস্টট্রাক টাস্ক ফোর্স’ গঠন করা হয়।

ষষ্ঠ (২০১১-১৫) ও সপ্তম (২০১৬-২০২০) পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় সরকারের ‘ভিশন ২০২১’ বাস্তবায়ন হচ্ছে। ২০১৫ সালে পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালে বাংলাদেশ প্রতিবছর গড়ে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে ২০১৫-১৬ অর্থবছরে সাময়িক হিসাবে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ শতাংশের সীমা অতিক্রম করেছে। ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ শতাংশ।

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীনে এডিপির আওতায় অবকাঠামো খাতের ফাস্টট্রাক হিসেবে চিহ্নিত ১০টি প্রকল্পের মধ্যে ৮টি প্রকল্পে (এলএনজি ও সোনাদিয়া ছাড়া) মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৬৮ কোটি টাকা এবং ২০১৬-১৭ অর্থবছরের এডিপিতে মোট ১৮ হাজার ৭৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ বরাদ্দ ২০১৬-১৭ অর্থবছরের এডিপির প্রায় ১৭ শতাংশ।

পদ্মা বহুমুখী প্রকল্প :

মেগা প্রকল্পগুলোর মধ্যে পদ্মা বহুমুখী প্রকল্প অন্যতম। এ প্রকল্পের মেয়াদকাল ২০০৯ জানুয়ারি থেকে ২০১৮ সালের ডিসেম্বর। সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা। চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ব্যয় হয়েছে ১০ হাজার ৩৫ কোটি টাকা। ভৌত অগ্রগতি হয়েছে ৩২ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬ লাখ ২৬ হাজার ৪৮ কোটি টাকা। গত বছরে ছিল ৩ হাজার ৫৯২ কোটি ৫ লাখ টাকা।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প :

দক্ষিণ-এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃদেশীয় রেল সংযোগ স্থাপন ও উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প চিহ্নিত করেছে। এর মধ্যে ‘পদ্মা সেতুতে রেল সংযোগ’ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় আন্তর্জাতিক পরামর্শক দিয়ে এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা এবং বিস্তারিত ডিজাইন ও দরপত্র দলিল প্রণয়ন শেষ করা হয়। এ প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা। এবারের বাজেটে প্রকল্পটিতে ৬ হাজার ২৬ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মেট্রোরেল :

ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ২০১২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন নাগাদ এ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে। ব্যয় ধরা হয় ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লাখ টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে ৫ হাজার ৩৯১ কোটি টাকা। আর জাইকা অর্থায়ন করবে ১৬ হাজার ৫৯৪ কোটি টাকা। এপ্রিল পর্যন্ত ব্যয় হয়েছে ৭৬০ কোটি ২৫ লাখ টাকা, আর্থিক অগ্রগতি ৩ দশমিক ৪৬ শতাংশ। এবারের বাজেটে ২ হাজার ২২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, গত বাজেটে যা ছিল মাত্র ৩৮৫ কোটি ৬৪ লাখ টাকা।

রামপাল বিদ্যুৎকেন্দ্র :

মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪ হাজার ৫০০ কোটি টাকা ও ইসিএ ১০ হাজার ৪৯৯ কোটি টাকার জোগান দেবে। এতে আর্থিক অগ্রগতি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ, ভৌত অগ্রগতি ২ দশমিক ১ শতাংশ। এবারের বাজেটে ২ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। প্রকল্পের আওতায় ভূমি প্রক্রিয়াকরণ, সীমানা প্রাচীর নির্মাণ, ঢাল সুরক্ষা ইত্যাদি কার্যক্রমের বাস্তব অগ্রগতি ৯৫ শতাংশ। মধ্য মেয়াদে প্রকল্পে ১১৪ দশমিক ২১ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় এক্সিম ব্যাংক এবং ইকুইটি থেকে নির্বাহ করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র :

২০১১ সালের নভেম্বরে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি (আইজিএ) এবং প্রস্তুতিমূলক কাজের জন্য ২০১৩ সালের জানুয়ারিতে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে সরকারের স্বাক্ষরিত ৫০০ মিলিয়ন ডলারের ক্রেডিট চুক্তির ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ স্থাপন কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০১৩ সালের মার্চ থেকে ২০১৭ সালের জুন মেয়াদে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৭ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে ১ হাজার ৮৭ কোটি টাকা ও প্রকল্প সাহায্য ৪ হাজার কোটি টাকা। চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৪ হাজার ৪০১ কোটি টাকা। ভৌত অগ্রগতি হয়েছে ৮০ শতাংশ। বাজেটে ৬১৮ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

দোহাজারি ঘুমধুম রেল প্রকল্প :

বর্তমানে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়কপথই হচ্ছে যোগাযোগের প্রধান মাধ্যম। পর্যটক ও ব্যবসায়ীদের চাহিদার তুলনায় এটি যথেষ্ট নয়। পর্যটন সুবিধা বাড়ানোর জন্য কক্সবাজার পর্যন্ত রেলওয়ে লাইন স্থাপন খুবই জরুরি। ১৮৯০ সালে মিয়ানমার রেলওয়ে থেকে চট্টগ্রাম, রামু ও কক্সবাজার হয়ে মিয়ানমার পর্যন্ত রেলওয়ে লাইন নির্মাণের জন্য সার্ভে করা হয়েছিল। সে পরিপ্রেক্ষিতে ১৯০৮-১৯০৯ সালে বার্মা রেলওয়ে থেকে বিস্তারিত সার্ভে করা হয়। এরপর ১৯১৯ সালে পুনর্বার সার্ভে করা হয়। ২০১০ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন নাগাদ প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়। ব্যয় ধরা হয় ১৮ হাজার ৩০৪ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে ৪ হাজার ৯১৯ কোটি টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে ১৩ হাজার ১১৫ কোটি টাকা। এপ্রিল পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৩১৩ কোটি ১৭ লাখ টাকা। আর্থিক অগ্রগতি ১ দশমিক ৭৪ শতাংশ ও ভৌত অগ্রগতি ২ দশমিক ১ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৩১ কোটি ৭৫ লাখ টাকা।

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র :

বর্তমানে দেশে ৭০ শতাংশ বিদ্যুৎ প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত হচ্ছে। গ্যাসের ক্রমবর্ধমান স্বল্পতার কারণে সরকার ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ বিদ্যুৎ কয়লা থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেয়। এজন্য মাতারবাড়ী আমদানিকৃত কয়লানির্ভর পরিবেশবান্ধব ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে কয়লা আমদানির জন্য পোর্ট নির্মাণ করা হবে। মাতারবাড়ী প্রকল্পের গুরুত্ব বিবেচনায় সরকার এ প্রকল্পকে ফাস্টট্রাক প্রকল্পের অন্তর্ভুক্ত করেছে।২০১৪ সালের জুলাই থেকে শুরু করে ২০২৩ সালের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। বাস্তবায়নের মোট ব্যয় ৩৫ হাজার ৯৮৪ কোটি টাকা। সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে ৭ হাজার ৪৫ কোটি টাকা ও জাইকা থেকে ২৮ হাজার ৯৩৯ কোটি টাকার যোগান দেওয়া হবে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ব্যয় হয়েছে ৪২৫ কোটি ৫৭ লাখ টাকা। ভৌত অগ্রগতি হয়েছে ১ দশমিক ১৮ শতাংশ। ২০১৬-১৭ বাজেটে এ প্রকল্পে ২ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত বাজেটে বরাদ্দ ছিল মাত্র ৩৩০ কোটি টাকা।

পায়রা গভীর সমুদ্রবন্দর :

২০১৩ সালে নভেম্বরে দেশের তৃতীয় সমুদ্রবন্দরের জন্য জাতীয় সংসদে ‘পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন ২০১৩’ (২০১৩ সালের ৫৩ নং আইন) পাস করা হয় এবং ওই বছরের ১০ নভেম্বর তা বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়। ২০১৩ সালের ১৯ নভেম্বর শেখ হাসিনা দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলার রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দর নামে দেশের তৃতীয় এ সমুদ্রবন্দর প্রকল্পের উদ্বোধন করেন। পরে এর সীমানা নির্ধারণ করা হয় এবং ভূমি অধিগ্রহণের জন্য ‘পায়রা বন্দর প্রকল্প ভূমি অধিগ্রহণ আইন-২০১৫’ পাস করা হয়। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয় ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত। বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১২৮ কোটি টাকা। পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে। ২০১৬-১৭ অর্থবছরে এ প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত বছর বরাদ্দ ছিল ৩১৩ কোটি ১৭ লাখ টাকা।

এলএনজি টারমিনালঃ 

এটি একটি ভাসমান টার্মিনাল। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের  মাদ্যমে করা হচ্ছে।এর মাধ্যমে কাতার হতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কাতারহতে আনা হবে।এ উদ্দ্যেশ্যে ১৮ জুলাই,২০১৭তারিখে Terminal Use Agreement স্বাক্ষর করা হয়।  কাতারের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান রাসগ্যাস থেকে সরাসরি এই গ্যাস কিনবে সরকার। এ বিষয়ে রাসগ্যাসের সাথে দরকষাকষি করার জন্য জ্বালানি বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।চুক্তি অনুযায়ী ৩৭ লাখ ৫০ হাজার মেট্রিকটন এলএনজি আমদানি করা হবে। আনুমানিক খরচ ধরা হয়েছে ২২৮ কোটি ডলার বা ১৮ হাজার ১৯৪ কোটি টাকা। বর্তমানে বাংলাদেশে প্রতিদিন ৭০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। শিল্প ও আবাসিক খাতে চাহিদা বাড়ায় গ্যাসের এই সংকট তৈরি হয়েছে।এই টারমিনাল নির্মাণে খরচ ধরা হয়েছে ৯৫ কোটি ডলার।

সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরঃ 

এর পুনসম্ভাব্যতা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।   

(সুত্রঃ আমাদের সময়)

বিসিএস প্রিলি কোর্স+ব্যাংক ক্রাশ প্রোগ্রাম+৬ মাসের মেম্বারশিপ=৫০০ টাকা

অফারটি সীমিত সময়ের জন্য

বিসিএস প্রিলি কোর্স: ১২০ দিনের কোর্স+১২০টি মডেল টেস্ট+অধ্যায়ভিত্তিক আলোচনা+কুইজ+কারেন্ট অ্যাফেয়ার্স+এডিটরিয়ালের অনুবাদ

ব্যাংক ক্রাশ প্রোগ্রাম: ৪০ দিনের কোর্স+৪০টি মডেল টেস্ট+ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রায় ১৫০টি প্রশ্ন ও সমাধান+ফোকাস রাইটিং

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

 
bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide

বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs