Studypress Blog

কিংবদন্তী সংগীতশিল্পী লাকী আখান্দ আর নেই

22 Nov 2020

বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তী সংগীতশিল্পী লাকী আখান্দ আর নেই। (ইন্না......রাজিউন)। 
টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে আরমানিটোলার নিজ বাসায় ফিরেছিলেন এই শিল্পী ।

লাকী আখান্দ (১৮ জুন, ১৯৫৬ - ২১ এপ্রিল, ২০১৭) বাংলাদেশের একজন প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। ১৯৮৪ সালে সরগমের ব্যানারে লাকি আখান্দ এর প্রথম একক অ্যালবাম লাকী আখান্দ প্রকাশিত হয়। তিনি ব্যান্ড দল হ্যাপী টাচ এর সদস্য। তার সংগীতায়জনে করা বিখ্যাত গানের মধ্যে রয়েছে এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা এবং আমায় ডেকো না। তিনি বাংলাদেশী জাতীয় রেডিও নেটওয়ার্ক বাংলাদেশ বেতার এর পরিচালক (সংগীত) হিসেবে কাজ করেছেন।

শিল্পীর অ্যালবামঃ
লাকী আখান্দ (১৯৮৪)
পরিচয় কবে হবে (১৯৯৮)
বিতৃষ্ণা জীবনে আমার (১৯৯৮)
আনন্দ চোখ (১৯৯৯)
আমায় ডেকোনা (১৯৯৯)
দেখা হবে বন্ধু (১৯৯৯)
তোমার অরণ্যে

১৯৬৯ সালে লাকী আখান্দ পাকিস্তানী আর্ট কাউন্সিল হতে "বাংলা আধুনিক গান" বিভাগে পদক লাভ করেন।

Govt Jobs

Bank Jobs

Viva Jobs