Studypress Blog

বঙ্গবন্ধু সম্পর্কিত আরও কিছু তথ্য

22 Nov 2020

বঙ্গবন্ধু কত তারিখে শহীদ হন?
-----------------------------------

ইংরেজি ১৫ অগাস্ট ১৯৭৫

বাংলা ২৯ শ্রাবণ ১৩৮২

আরবি ৮ শাবান ১৩৯৫

সেদিন শুক্রবার ছিল।

২১শে ফেব্রুয়ারী ১৯৫২ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল বা তিনি কোথায় ছিলেন?

১৪৪ ধারা  ভঙ্গ করলে তাঁকে জেলে যেতে হয়।

বঙ্গবন্ধুর শরীরে গুলি লেগেছিল কতটি?

১৮টি (৯-১০শ্রেণির বইয়ৈ)/২৯টি(সজীব ভাইভা/ওরাকল এ বই)?

বঙ্গবন্ধুকে কিভাবে গ্রেফতার করা হয়?

#অপারেশন_বিগ _বার্ড

How many times bangabandhu was arrested?

-- কোথাও ১৯ বার আবার কোথাও ২২ বার দেয়া আছে।১ম ১৯৩৮ সালে। /প্রশ্ন : জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতবার গ্রেফতার হন?

-----------------------------------------------------------------------------

১৯৩৮ সালে মার্চ- এপ্রিল প্রথম জেল হয় ৭ দিনের জন্যে (অসমাপ্ত আত্মজীবনী)

১. ১১ ই মার্চ১৯৪৮ শেখ মুজিব প্রথম গ্রেফতার হন।

২. ১৪ ই অক্টোবর ১৯৪৯ শেখ মুজিব ২য় বার গ্রেফতার হন।

৩. ১১ ই অক্টোবর ১৯৫৮ শেখ মুজিব ৩য় বার গ্রেফতার হন।

৪. ৬ ই ফেব্রুয়ারি ১৯৬২ শেখ মুজিব ৪র্থ বার গ্রেফতার হন।

৫. ১৮ই জানুয়ারি ১৯৬৮ শেখ মুজিব ৫ম বার গ্রেফতার হন।

৬. ২৬ মার্চ ১৯৭১ শেখ মুজিব ষষ্ঠ বার গ্রেফতার হন।
 
এগুলো উল্লেখ যোগ্য । এছাড়াও অসংখ্যবার তিনি গ্রেফতার হন । কোথাও কোথাও ৩১বারের উল্লেখ আছে।

1971 মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পরিবার কোথায় ছিল?

প্রথমে প্রতিবেশী মোশারফ হোসেন এর বাড়িতে, এরপর মগবাজার এ জনৈক মহিলার ফ্লাটে এবং সবশেষে ১৮ নম্বর রোডে...

বঙ্গবন্ধুর মন্ত্রীসভায় ২ জন নারী মন্ত্রী ছিলেন,,,,,

১. বদরুন নেছা আহমেদ- শিল্প প্রতিমন্ত্রী

২. বেগম নুরজাহান মোশের্দ - শ্রম প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর হত্যা মামলার পলাতক আসামী ও বর্তমান অবস্থান :

১. কর্নেল ( অব) খন্দকার রশীদ = লিবিয়া

২. লে. কর্নেল ( অব) শরিফুল হক ডালিম = কানাডা

৩. লে. কর্নেল এম এ রাশেদ চৌধুরী = দক্ষিণ আফ্রিকা

৪. মেজর ( অব) নুর চৌধুরী = USA

৫. রিসালাদার মোসলেহ উদ্দিন = USA

৬. ক্যাপ্টেন ( অব) আবদুল মাজেদ = কেনিয়া।

কেন শেখ মুজিবকে ১৯৭২সালে শান্তিতে জুলিও কুরি পুরস্কার দেওয়া হয় ?
 
বিশ্ব শান্তি পরিষদ জাতির পিতাকে ১৯৭২ সালে ১০ অক্টোবর জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে। 

=================

বঙ্গবন্ধুর >> নিউক্লিয়াস

----------------------

মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির মুক্তি জন্য বঙ্গবন্ধু ভিতরে ভিতরে ১৯৬২সালে তাঁর অনুগত কিছু ছাত্রনেতাদের নিয়ে একটি সংগঠন গোপনে প্রতিষ্ঠা যাকে নিউক্লিয়াস বলে । ছাত্রদের নেতাদের মধ্যে ছিলেন

১. সিরাজুল আলম খান

২. তোফায়েল আহমেদ

৩. ফজলুল হক মনি

৪.আব্দুর রাজ্জাক

৫.কাজী আরিফ

৬.মনিরুল ইসলাম (মার্শাল মনি) ও আরো কয়েকজন ।

বঙ্গবন্ধু নিউক্লিয়াসের সদস্যদের নিজের সন্তানদের মতোই আদর করতেন । নিউক্লিয়াসের প্রচেষ্টায় ১৯৬৪সালে বাংলাদেশ স্বাধীন করার কথা প্রচারে আসে। িএবং স্লোগান আসে বীর বাঙালি অস্ত্র ধর , বাংলাদেশ স্বাধীন কর ।

বঙ্গবন্ধুর >>>>> ৪ খলিফা

----------------------------------

নিউক্লিয়াসের কর্মসূচি এগিয়ে নেয়ার জন্য ৪জন ছাত্রনেতাকে দায়িত্ব দেয়া হয় তারা হলেন

১. তত্কালীন ছাত্রলীগের সভাপতি >>> নূর আলম সিদ্দিকী

২. তত্কালীন ছাত্রলীগের সা. সম্পাদক >>>শাহাজান সিরাজ

৩. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত ভিপি >>> আ, স. ম , আব্দুর রব

৪. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত জি, এস >>>আব্দুল কুদ্দুস মাখন

মুজিব ব্যাটারি

-------------

স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে ১৯৭১ সালের ২২জুলাই ভারতের কোনাবনে গঠন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ ইউনিট ‘মুজিব ব্যাটারি‘ ।


মুজিব বাহিনী

--------------------------

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শুধু ছাত্রদের নিয়ে গঠিত মুক্তিবাহিনীকে বলা হয় মুজিব বাহিনী 

প্রশ্ন: ১৯৭৫সালের ১৫ই আগস্ট মোট কতজন নিহত হন?

পরিবারের সদস্য ১৬ জন (বঙ্গবন্ধু সহ) । আর নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন। মোট ১৭ জন

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই:

১. শেখ মুজিব আমার পিতা = প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২. মুজিব ভাই = এবিএম মুসা

৩. বঙ্গবন্ধুর সহজ পাঠ = আতিয়ার রহমান

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী = কামাল উদ্দিন আহমেদ

৫. দেয়াল ( উপন্যাস) = হুমায়ুন আহমেদ

৬. বঙ্গবন্ধু জাতি রাষ্টের জনক = প্রত্যয় জসিম

৭. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান =সিরাজ উদদীন আহমেদ

8. অসমাপ্ত আত্মজীবনী 

৯. জনকের মুখ (গল্পগ্রন্থ)

Govt Jobs

Bank Jobs

Viva Jobs