Studypress Blog

১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নমুনা প্রশ্ন (পর্ব ১)

19 Nov 2020

১. বাংলা এবং মৈথালী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি?

1)মাগধী

2)অসমিয়া

3)মরমিয়া

4)ব্রজবুলি

5)কোনটিই নয়

 

২. কার সংগৃহীত গীতিকা সম্পাদনা করে ডঃ দীনেশ চন্দ্র সেন ‘ময়মনসিংহ গীতিকা’ নামে প্রকাশ করেন?

1)মনসুর বয়াতি

2)মুকুন্দরাম চক্রবর্তী

3)মালাধর বসু

4)চন্দ্রকুমার দে

5)কোনটিই নয়

 

৩. বাংলা সাহিত্যর প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা-

1)৪৬টি

2)সাড়ে ৪৬টি

3)৪৯টি

4)৫০টি

 

৪. ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ?

1)কাব্য

2)উপন্যাস

3) নাটক

4) প্রহসন

 

৫. নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়?

1)রাজসিংহ

2)সীতারাম

3)বিপ্রদাস

4)রজনী

 

৬. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক ?

1)চোখের বালি

2)বলাকা

3) ঘরে-বাইরে

4)রক্তকরবী

 

৭. মুনীর চৌধুরী কবর নাটকের পটভূমি কি?

1)স্বাধীনতা আন্দোলন

2)ভাষা আন্দোলন

3)২৫শে মার্চের গনহত্যা

4)কোনটি নয়

 

৮. ‘এইসব দিনরাত্রি’ নাটকটির রচয়িতা কে?

1)হুমায়ূন আহমেদ

2)হুমায়ূন আজাদ

3)বেগম সুফিয়া কামাল

4)গোলাম মোস্তফা

5)কোনটিই নয়

 

৯. মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?

1)সমাপ্তি

2)দেনা-পাওনা

3)পোস্ট মাস্টার

4)মধ্যবর্তিনী

 

১০. ‘চারু’ ও ‘অমল’ চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র?

1)একরাত্রি

2)জীবিত ও মৃত

3)সমাপ্তি

4)নষ্টনীড়

5)হৈমন্তী

১১. কোনটি হযরত মোহাম্মদ (স:) এর জীবনগ্রন্থ?

1)মরুমায়া

2)মরু ভাস্কর

3)মরূতীর্থ

4)মরুকুসুম

5)মরুদুলাল

 

১২. বাংলার মিল্টন কার উপাধি?

1)জসীম উদ্দীন

2)সত্যেন্দ্রনাথ দত্ত

3)সুকান্ত ভট্রাচায

4)হেমেন্দ্র চট্রোপাধ্যায়

 

১৩. হাঙর নদী গ্রেনেড উপন্যাসটির লেখক কে?

1)রশিদ করিম

2)সেলিনা হোসেন

3)জহির রায়হান

4)হাসনাত আব্দুল হাই

5)শওকত ওসমান

 

১৪. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে ‘নোবেল’ পুরস্কার পান?

1)1813

2)1914

3)1913

4)1915

 

১৫. “দহনকাল” উপন্যাসটির জন্য কথা সাহিত্য “বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১৩” পদকে ভূষিত হনঃ

1)হুমায়ূন আহমেদ

2)আনিসুল হক

3)সনৎ কুমার সাহা

4)হরিশংকর জলদাস

5)শামসুর রাহমান

 

১৬. Before my father---a house on the plot, paddy was grown there.

1)constructing

2)constructed

3)constructs

4)did construct

 

 

১৭. It seemed that-----

1)the day will never end

2)the day would never end

3)the day never ends

4)the day never ended

 

 

১৮. Choose the correct sentence.

1)Did they wrote books?

2)Did they write books?

3)Did they writing books?

4)Did they have written books?

 

 

১৯. He ran away because he---afraid.

1)were

2)was

3)have been

4)could be

 

 

২০. Do you like Paris? I don't know. I--there.

1)never went

2)didn't go

3) never gone

4)haven't been

 

২১.  Fill in the blank with the correct phrase:

He........... arrested if he had tried to leave the country.

1)Would

2)Could be

3)Would have been

4)Must be

 

 

২২. If my brother was here, he—what to do.

1)Has known

2)will known

3) knew

4)would know

 

 

২৩. If you can type—she can, you must be very good indeed.

 

1)As quickly than

2)as quickly as

3)quicklier as

4)as more quickly as

 

 

২৪. If I –a bicycle, I—ride it every day.

1)Wish, will

2)had, would

3)had been, would

4)wish, would

 

 

২৫. According to the conditions of my scholarship, after finishing my degree ‒ .

1)my education will be employed by the university

2)employment will be given to me by the University

3)the University will employ me

4)I will be employed of the University

 

 

২৬. The Titanic---during its first voyage.

1)drowned

2)wreck

3)sank

4)lost

 

 

 

 

২৭. Swapnil said, "How clever I am!"

1)Swapnil exclaimed that she was very clever.

2)Swapnil exclaimed with joy that she was very clever.

3)Swapnil exclaimed that she is very clever.

4)Swapnil said that she was very clever.

 

 

 

 

২৮. He said, "May God bless you."

1)He prayed that God bless him.

2)He prayed that may God bless him.

3)He told that may God bless him.

4)He prayed that might God bless him.

 

 

২৯. He said to me, "Do read the holy Quran daily."

1)He asked to me to read the holy Quran daily.

2)He asked me to do read the holy Quran daily.

3)He asked me to read the holy Quran daily.

4)He requested me to read the holy Quran daily.

 

 

৩০. I asked, "What happened?"

1)I enquired what happened.

2)I asked what happened.

3)I enquired that what happened.

4)I asked what had happened.

 

৩১. একটি বাড়ি ৪০ ফুট উচু।একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে।উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে।মইটি কত ফুট লম্বা?

1)৪৮ ফুট

2) ৪১ ফুট

3) ৪৪ ফুট

4)৪৩ ফুট

 

৩২. x2+px+6=0 এর মূল দুটি সমান হয় এবংp> 0 হয়, তবে p এর মান কত?

1)√48

2)0

3)√6

4)√24

 

 

৩৩. f(x)=x3+kx2-6x+9; k-এর মান কত হলে f(3)=0 হবে

1) 1

2) -1

3) -2

4) 0

 

 

৩৪. у - এর মান কত হলে 16x2-xy+25 একটি পূৰ্ণবর্গ রাশি হবে?

1)30

2)40

3)50

4)60

 

 

৩৫. দুটি সংখ্যার গুনফল ১৫৩৬.সংখ্যা দুটির ল সা গু ৯৬ হলে গসাগু কত?

1)২৪

2)৩২

3)১২

4)১৬

 

৩৬. একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করা হলে, বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত নিচের কোনটি?

1)৫:৪

2)৬:৫

3)৪:৫

4)৫:৬

 

 

৩৭. যদি ডালের দাম ২৫% বৃদ্ধি পায়, তবে ডালের ব্যবহার কি হারে কমালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না?

1)২০%

2)২৫%

3)১৫%

4)৩০%

 

 

৩৮. ৯০ কোন সংখ্যার ৬০% ?

1)১৫০

2)১৬০

3)১৪০

4)১৮০

 

 

৩৯. ৩ দিনে একটি কাজের ১/১৮ অংশ শেষ হলে, ঐ কাজের ৪ গুন কাজ করতে কতদিন লাগবে?

1)২১৬

2)৫৪

3)২৪

4)২৪৩

 

 

৪০. ফারুক একটি কাজ ২০ দিনে সম্পূর্ণ করতে পারে। সে দুইজন সহকারী পেল, যার প্রত্যেকে তার অর্ধেক গতিতে কাজ করতে পারে। যদি তারা সকলে একসাথে ৫ দিন কাজ করে তবে কাজের শতকরা কতভাগ সম্পন্ন হবে?

1)৪০%

2)৫০%

3)৬০%

4)৬৬.৬৬%

 

 

 

 

৪১. ওয়াই-ফাই (Wi-Fi) নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-

1)তামার তার

2)অপটিক্যাল ফাইবার

3)তারহীন সংযোগ

4)উপরের সবকটি

 

৪২. ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব

1)ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার

2)একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার

3)ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

4)উপরের কোনটিই নয়

 

 

৪৩. wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?  

1)IEEE 802.11

2)IEEE 804.11

3)IEEE 803.11

4)IEEE 806.11

 

 

৪৪. পঞ্চম প্রজন্মের কপিউটারের প্রধান বিশেষত্ব-

1) বৃহৎ সহায়ক সৃতি

2) কৃত্তিম বুদ্ধিমত্তা

3) বহন যোগ্যতা

4) প্যারেলেল প্রসেসিং

 

 

৪৫. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?

1)৫১৩৮ কি. মি০.

2)৪৩৭১ কি. মি.

3)৪১৫৬ কি. মি.

4)৩৯৭৮ কি. মিঃ.

 

 

৪৬. বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি?

1)নার্গিস

2)সিডর

3)ক্যাটরিনা

4)আইলা

 

 

৪৭. ‘মারমা’ উপজাতিরা বাস করে-

1)গারো পাহাড়ে

2)বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে

3)দিনাজপুরে

4)সিলেটের জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে

 

 

৪৮. বহুপতি পরিবার কোন সমাজে দেখা যায়?

1)সাঁওতাল উপজাতি

2)মণিপুরি উপজাতি

3)মগ উপজাতি

4)টোডা উপজাতি

 

 

৪৯. হাজংদের অধিবাস কোথায় ?

1)ময়মনসিংহ ও নেত্রকোনা

2)কক্সবাজার ও রামু

3)রংপুর ও দিনাজপুর

4)সিলেট ও মণিপুর

 

 

৫০. সেন্টমার্টিন অবস্থিত কোন জেলায়

1)ভোলা

2)নোয়াখালী

3)চট্টগ্রাম

4)কক্সবাজার

 

উত্তরঃ

1.4
2.4
3.2
4.2
5.3
6.4
7.2
8.1
9.1
10.4
11.2
12.4
13.2
14.3
15.4
16.2
17.2
18.2
19.2
20.4
21.3
22.4
23.2
24.2
25.3
26.3
27.1
28.4
29.3
30.4
31.2
32.4
33.3
34.2
35.4
36.1
37.1
38.1
39.1
40.2
41.3
42.3
43.1
44.2
45.4
46.4
47.2
48.4
49.1
50.4

 

 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs