Studypress Blog

৩৮তম বিসিএস পরামর্শঃ বাংলা ভাষা ও সাহিত্য (পর্ব ১)

19 Nov 2020

বাংলাঃ ৩৫

-> ভাষা - ১৫

-> সাহিত্য - ২০

        ।_ প্রাচীন ও মধ্যযুগ - ৫

        ।_ আধুনিক যুগ (১৮০০ - বর্তমান) - ১৫

 

ভাষা :

১. প্রয়োগ-অপপ্রয়োগ

প্রয়োগঃ শব্দের শুদ্ধ বা ঠিক ব্যবহারের নাম প্রয়োগ

অপপ্রয়োগ : যে সকল শব্দ ভুল কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি তার নামই অপপ্রয়োগ

প্রয়োগ-অপপ্রয়োগ পড়বার সময় ২ টি আঙ্গিকে পড়তে হয়।

এক. শব্দ ধরে ধরে। 

দুই. ব্যাকরণের বিষয় ভিত্তিতে

তবে প্রশ্ন আসে কেবল শুদ্ধ - অশুদ্ধ প্রয়োগ বিচার করতেই। এখানে এখন পর্যন্ত ব্যাকরণ টেনে আনা হয়নি।

প্রতিদিন ২-৩ টি শব্দ এবং সপ্তাহে ৪ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে প্রয়োগ-অপপ্রয়োগ এর বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

২. বানান ও বাক্য শুদ্ধি :

দৈনিক ৫ টি শব্দ/বাক্য এবং সপ্তাহে ৬ দিন হিসাবে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

বানান এবং বাক্য শুদ্ধি উভয় ক্ষেত্রেই মুখস্থ করার উপর জোড় দিতে হবে।

stuypress.org তে রয়েছে বানান ও বাক্য শুদ্ধি এর বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

৩. পরিভাষা :

প্রতিদিন ৫ টি শব্দ এবং সপ্তাহে ৭ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে পারিভাষিক শব্দের এর বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

পরিভাষার অধিকাংশ শব্দ ব্যবহৃত হয় পত্র-পত্রিকাতে, যার ফলে নিয়মিত পত্রিকা পড়বার সময় পূর্বে পড়ে আসা  পারিভাষিক শব্দ খুঁজে খুঁজে বের করার অভ্যাস করা গেলে মনে রাখাতে সাহায্য হয়।

 

৪.  সমার্থক শব্দ :

প্রতিদিন ১ টি শব্দকে ধরে এবং সপ্তাহে ৭ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে সমার্থক শব্দের এর বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

৫. বিপরীতার্থক শব্দ :

প্রতিদিন ৩-৪ টি শব্দকে ধরে এবং সপ্তাহে ৫ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে বিপরীতার্থক শব্দের এর বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

৬. ধ্বনি :

ধ্বনির মধ্যে পড়তে হবে ধ্বনিতত্ত্বের সকল বিষয়ের ব্যাসিক বিষয়াদি। অর্থাৎ, ধ্বনি কাকে বলে, কখন স্বরধ্বনি হয়, কখন ব্যঞ্জনধ্বনি হয়, স্বরধ্বনির প্রকারভেদ, ব্যঞ্জনধ্বনির প্রকারভেদ, বর্ণ সম্পর্কিত তথ্য, যুক্তবর্ণ সম্পর্কিত তথ্য, মাত্রা এবং তার প্রকারভেদ ও প্রয়োগ।

এছাড়াও পড়তে হবে ধ্বনির পরিবর্তন, যা প্রকারভেদ ধরে ধরে পড়তে থাকলে খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে।  তবে প্রকারভেদগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে কেননা কিছু প্রশ্ন আসে যেখানে ধ্বনি পরিবর্তনের প্রকারভেদ নির্ণয় করতে বলা হয়।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে ধ্বনি, ধ্বনি পরিবর্তন, বর্ণ এবং মাত্রার উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

৭. শব্দ:

শব্দের মধ্যে পড়তে হবে শব্দের উৎপত্তি, শব্দের গঠন, সংখ্যাবাচক শব্দ এবং দ্বিরুক্ত শব্দ।

শব্দের উৎপত্তির ক্ষেত্রে অবশ্যই উৎপত্তি অনুসারে শব্দ মুখস্থ করতে হবে। সংখ্যাবাচক শব্দ পড়তে হলে মনোযোগ দিতে হবে আপনি গণনাবাচক, পূরণবাচক নাকি তারিখবাচক শব্দ পড়ছেন, কেননা প্রশ্নকর্তা আপনাকে এখানেই বিভ্রান্ত করতে চেষ্টা করবে।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে শব্দের উৎপত্তি, শব্দের গঠন, সংখ্যাবাচক শব্দ এবং দ্বিরুক্ত শব্দের উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

৮. পদ প্রকরণ এবং পরিবর্তন

পদ থেকে ব্যাসিক প্রশ্নের বদলে বাক্যে পদ প্রকরণ চিহ্নিত করতে এবং শব্দ থেকে পদ পরিবর্তন করতে দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে পদ প্রকরণ এবং পরিবর্তন এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

৯. বাক্য :

বাক্য থেকে আসে বাক্য রূপান্তরের প্রশ্ন। যার মধ্যে রয়েছে সরল, জটিল এওবং যৌগিক বাক্যের মধ্যে রূপান্তর। এছাড়াও রয়েছে অস্তিবাচক, নেতিবাচক এবং প্রশ্নবোধক বাক্যের মধ্যে রূপান্তর। মাঝে মধ্যে কিছু অনুজ্ঞা এবং প্রার্থনা সূচক বাক্য চিহ্নিত করতে দেওয়া হয়।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে বাক্য এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

১০. প্রকৃতি এবং প্রত্যয় :

প্রকৃতি এবং প্রত্যয় এর মধ্যে ব্যাসিক পড়াশোনা আবশ্যক। এছাড়া প্রতিটি প্রকারভেদের গঠনের নিয়ম এবং উদাহরণ জানা থাকতে হবে।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে প্রকৃতি এবং প্রত্যয় এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

১১. সন্ধি :

কিছু গুরুত্বপূর্ণ সন্ধি আলাদাভাবে পরে নেওয়া যেতে পারে। তবে মনে রাখার সুবিধার্থে অবশ্যই নিয়ম এবং প্রকারভেদ ধরে ধরে পড়তে হবে।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে সন্ধি এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

১২. সমাস :

কিছু গুরুত্বপূর্ণ সমাস আলাদাভাবে পরে নেওয়া যেতে পারে। তবে মনে রাখার সুবিধার্থে অবশ্যই প্রকারভেদ ধরে ধরে পড়তে হবে।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে সমাস এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

১৩. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান :

বিধান গুলো উদাহরণ সহকারে ভালোভাবে পড়তে হবে। ব্যতিক্রমী শব্দ বা উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

১৪. বিরামচিহ্ন :

বিরামচিহ্নের বিরতিকাল পরিমাণের উপর বিশেষ জোড় দিতে হবে।

সপ্তাহে ২ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে বিরামচিহ্ন এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

১৫. উপসর্গ :

প্রকারভেদ অনুসারে উদাহরণ মুখস্থ রাখতে হবে।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে উপসর্গ এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

১৬. অনুসর্গ :

প্রকারভেদ এবং অর্থানুসারে পড়তে হবে।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে অনুসর্গ এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

১৭. বাংলা অনুজ্ঞা:

প্রকারভেদ এবং অর্থানুসারে পড়তে হবে।

সপ্তাহে ৩ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে অনুজ্ঞা এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

১৮. ক্রিয়ার কাল :

এক্ষেত্রে ব্যাসিক দেখে প্রশ্ন হবার সম্ভাবনা অধিক।

সপ্তাহে ১ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে অনুজ্ঞা এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

১৯. লিঙ্গ :

এক্ষেত্রে লিঙ্গ পরিবর্তনের পাশাপাশি নিত্য স্ত্রীবাচক, নিত্য পুরুষবাচক এবং অন্যান্য ব্যতিক্রমী পুরুষ এবং স্ত্রীবাচক শব্দগুলো জানা থাকতে হবে।

সপ্তাহে ২ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে লিঙ্গ এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

২০. বচন :

শব্দগুলো প্রাণিবাচক কিংবা বস্তুবাচক ভেদে পড়তে হবে, এছাড়াও জানতে হবে কোন কারোকে কোন বচন ব্যবহৃত হয়।

সপ্তাহে ২ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে বচন এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

২১. ধাতু :

বিষয়ের ব্যাসিক সহকারে প্রকারভেদ চিহ্নিতকরণ করতে পড়তে হবে।

সপ্তাহে ২ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে ধাতু এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

২২. কারক ও বিভক্তি :

প্রকারভেদ চিহ্নিতকরণ করতে পড়তে হবে। সেভাবেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। ব্যাসিক থেকে প্রশ্ন কম এসে থাকে।

সপ্তাহে ৬ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে কারক ও বিভক্তি এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

২৩. পদাশ্রিত নির্দেশক :

সপ্তাহে ১ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে পদাশ্রিত নির্দেশক এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

২৪. বাচ্য :

বিষয়ের ব্যাসিক জানতে হবে, সাথে সাথে বাচ্য পরিবর্তনে পারদর্শী হতে হবে।

সপ্তাহে ২ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে বাচ্য এর উপর পড়াশোনা করার মত বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

২৫. বাগধারা:

প্রতিদিন ৫ টি করে এবং সপ্তাহে ৬ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে বাগধারার বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

২৬. সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ :

প্রতিদিন ৫ টি শব্দকে ধরে এবং সপ্তাহে ৪ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ এর বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

২৭. এক কথায় প্রকাশ:

প্রতিদিন ৫ টি করে এবং সপ্তাহে ৪ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে এক কথায় প্রকাশ এর বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

 

২৮. প্রবাদ-প্রবচন :

প্রতিদিন ৫ টি করে এবং সপ্তাহে ৪ দিন হিসাব করে পড়তে পারলে সিলেবাস শেষ করা সম্ভব যা অন্যান্য বিষয়ের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে না।

stuypress.org তে রয়েছে প্রবাদ-প্রবচন এর বিশাল ভান্ডার। আপনার প্রস্তুতির সকল ব্যবস্থা হাতের মুঠোয় পেতে আজই studypress.org তে রেজিস্ট্রেশন করুন।

∎প্রস্তুতি নিবেন যেভাবে-

*স্টাডিপ্রেস (www.studypress.org)ওয়েবসাইটে,

*আপনি বিসিএস সিলেবাস অনুযায়ী 'বাংলা ভাষা ও সাহিত্য' বিভাগে পর্যাপ্ত প্রশ্ন ও সমাধান পাবেন।

*এখন থেকে আপনি খুব সহজেই পড়তে ও পড়া শেষে পরীক্ষা দিতে পারবেন।

*পরীক্ষা দেওয়ার সময় আপনার 'ভুল' করা প্রশ্নগুলো পেয়ে যাবেন 'মিস্টেক লিস্টে'।

*কঠিন ও গুরুত্বপূর্ণ প্রশ্নটি 'রিভিউ লিস্টে' Add করে বার বার পড়তে পারবেন।

*আর, আপনার প্রতিটি পরীক্ষা রেজাল্টসহ দেখে নিতে পারবেন My Statistics-এ ক্লিক করে। সুতরাং এখনই সাইন আপ/লগ ইন করুন। (পর্ব ১)

bcs, bcs exam, bcs exam bangladesh, bcs exam results, bcs exam question, bcs exam quesitons, bcs exam time table 2017, bcs exam 2017, bcs exam papers, bcs exam preparation, bcs exam preparation books, bcs exam requirements, bcs exam fees, bcs exam results portal, bcs exam result 2017, bcs exam results release date, bcs exam bangladesh 2017, bcs exam bangladesh syllabus, bcs exam bangladesh preparation, bcs exam bangladesh sample quesitons, bcs exam bangladesh rules, bcs exam question and answer, bcs exam question and answer 2016, bcs exam question and answer 2015, bcs exam question and answer 2017, bank job bangladesh 2017, bank job bangladesh circular, bank job bd circular, bank job bd guide

বিসিএস, বিসিএস প্রস্তুতি, বিসিএস সিলেবাস, বিসিএস প্রশ্ন, বিসিএস বই ডাউনলোড, বিসিএস লিখিত পরীক্ষার বই, বিসিএস কি, বিসিএস পরীক্ষা, বিসিএস পুলিশ ক্যাডার, বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস, বিসিএস শিক্ষা ক্যাডার, বিসিএস প্রস্তুতি বই ডাউনলোড, বিসিএস প্রস্তুতি ৩৮, বিসিএস প্রস্তুতি রুটিন, বিসিএস প্রস্তুতির বই, বিসিএস প্রস্তুতি প্রশ্ন, বিসিএস প্রস্তুতি pdf, বিসিএস সিলেবাস ৩৭তম, বিসিএস সিলেবাস ৩৮তম, বিসিএস সিলেবাস ৩৬তম, বিসিএস সিলেবাস ৩৫তম, বিসিএস সিলেবাস pdf, বিসিএস সিলেবাস ডাউনলোড, বিসিএসের সিলেবাস, বিসিএস এর সিলেবাস, ৩৮তম বিসিএস এর সিলেবাস, ৩৮ তম বিসিএস সার্কুলার, ৩৮ তম বিসিএস প্রস্তুতি, ৩৮ তম বিসিএস সিলেবাস, ৩৮ তম বিসিএস কবে হতে পারে, ৩৮ তম বিসিএস প্রিলি প্রস্তুতি, ৩৮ তম বিসিএস পরীক্ষা, ৩৮তম বিসিএস প্রিলি, ব্যাংক জব প্রস্তুতি বই, ব্যাংক জব প্রশ্ন, ব্যাংক জব সার্কুলার ২০১৭, ব্যাংক জব ২০১৭, ব্যাংক জবের প্রস্তুতি, ব্যাংক জব কোচিং, ব্যাংক জব সিলেবাস, ব্যাংক জব সলুশন, ব্যাংক জব ভাইভা, ব্যাংক জব নিয়োগ

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs