Studypress Blog
জীবনকে ছুঁয়ে যাওয়া দশটি সেরা সিনেমা
20 May 2020

সিনেমা আমরা সবাই কম বেশি দেখি। ছুটির দিন বা অবসর সময়ে একা কিংবা সকলের সাথে মিলে ছবি দেখার মজাই আলাদা। আর তা যদি হই জীবনকে ছুঁয়ে দেয়া সিনেমা তাহলে ত কথাই নেই। ছবি আমাদের অন্তরকে ছুঁয়ে যায়, শেখায় জীবন দর্শন । এরকমই সেরা দশ টি সিনেমা নিয়ে আমাদের আজকের আয়োজনঃ
১/ দ্যা সশ্যাঙ্ক রিডেম্পশন( ১৯৯৪):
আইএমডিবি( IMDB) রেটিংঃ৯.২
কাহিনী সংক্ষেপঃ দুইজন কয়েদীর সময়ের সাথে নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে উঠা এবং নিজেদের ভাল ব্যবহার এর মাধ্যমে শান্তি লাভ সর্বোপরি পাপমোচনের চেষ্টা নিয়ে কাহিনীটি এগিয়ে যায়।
২/লাইফ ইস বিউটিফুল(১৯৯৭):
আইএমডিবি( IMDB) রেটিংঃ ৮.৬
কাহিনী সংক্ষেপঃ যখন একজন ইহুদী লাইব্রেরিয়ান হলোকস্টের শিকার হয় তখন তার ইচ্ছাশক্তি, হাস্যরস ও কল্পনার এক অভূতপূর্ব মিশ্রণ দ্বারা ক্যাম্পের আশেপাশের বিভিন্ন বিপদ থেকে তার ছেলেকে রক্ষা করার চেষ্টা করে। তা নিয়ে কাহিনীটি এগিয়ে যায়।
৩/ দ্যা পারস্যুট অব হ্যাপিনেস(১৯৯৬):
আইএমডিবি( IMDB) রেটিংঃ ৮
কাহিনী সংক্ষেপঃ একজন মেডিকেল যন্ত্র বিক্রি করা বাবার সাথে সন্তানের সম্পর্ক, তার অর্থনৈতিক দৈন্যতা ও তার সাথে লড়াই করে পেশা জীবনে বিশেষ কিছু করার সংকল্প যা পরবর্তীতে তার জীবনকে আমূল পরিবর্তন করে দেয় এ নিয়েই তৈরি এই সিনেমাটি।
৪/ দ্যা ইনটাচেবলস(২০১১):
আইএমডিবি( IMDB) রেটিংঃ ৮.৬
কাহিনী সংক্ষেপঃ প্যারা-গ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গু হয়ে যাওয়া এক ধনী ব্যাক্তি এক পাগলাটে ধরনের তরুণকে নিয়োগ করেন তার সেবার জন্য। পরবর্তীতে বিভিন্ন ঘটনার মাধ্যমে তাদের মধ্যে গড়ে উঠে বন্ধুত্ব। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা।
৫/ এ বিউটিফুল মাইন্ড ( ২০০১):
আইএমডিবি( IMDB) রেটিংঃ ৮.২
কাহিনী সংক্ষেপঃ গণিতবিদ জন ন্যাশ ক্রিপ্টোগ্রাফির একটি গোপন প্রকল্প হাতে নেন। সেখান থেকে তার জীবন ভয়ঙ্করতম মোড় নেয়।
৬/ হাচিকোঃ এ ডগ’স টেল(২০০৯):
আইএমডিবি( IMDB) রেটিংঃ ৮.১
কাহিনী সংক্ষেপঃ এক কলেজ প্রফেসর ও একটি রাস্তার কুকুরের মধ্যে গড়ে উঠা অন্য রকম ভালবাসার গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী।
৭/দ্যা পিয়ানিস্ট (২০০২):
আইএমডিবি( IMDB) রেটিংঃ ৮.২
কাহিনী সংক্ষেপঃ একজন ইহুদী পিয়ানো বাদকের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ারশয়ের ধ্বংস হতে নিজেকে রক্ষা করার যুদ্ধ নিয়ে গড়্রে উঠেছে সিনেমাটির কাহিনী।
৮/ ইটস আ ওয়ান্ডারফুল লাইফ( ১৯৪৬):
আইএমডিবি( IMDB) রেটিংঃ ৮.৬
কাহিনী সংক্ষেপঃ এক হতাশ ব্যাবসায়ীকে এক পরীর উপলদ্ধি করানো যে “ যদি তার অস্তিত্ব না থাকত তাহলে তার চারপাশ কেমন হত” ।এই নিয়েই গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী।
৯/ আ সেপারেশন(২০০৪):
আইএমডিবি( IMDB) রেটিংঃ ৮.৪
কাহিনী সংক্ষেপঃ উন্নত জীবন যাপনের জন্য ইরান ছেড়ে অন্য দেশে যাবে নাকি দেশে থেকে আলঝেইমার্স এ আক্রান্ত পিতা-মাতার সেবা করবে তা নিয়ে এক দম্পতির সিদ্ধান্তের টানাপোড়েনে গড়ে উঠেছে সিনেমা টি।
১০/ ফরেস্ট গাম্প(১৯৯৪):
আইএমডিবি( IMDB) রেটিংঃ ৮.৮
কাহিনী সংক্ষেপঃ কম বুদ্ধিসম্পন্ন হয়েও ফরেস্ট গাম্প নামক এক বালকের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়া ও তার প্রেমিকার সাথে ভালবাসার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সিনেমাটি গড়ে উঠেছে।
Govt Jobs

Bank Jobs
