Studypress Blog

যে ৩০টি বই না পড়ে থাকলে এখনই পড়া উচিত (পর্ব ১)

18 May 2020

আধুনিক প্রযুক্তি, ভার্চুয়াল বাস্তবতা, কম্পিউটার গেমস, সামাজিক মিডিয়ার  এই যুগে জনপ্রিয়তা হারাচ্ছে বই পড়ার অভ্যাস। তবে,  বই যে অবিশ্বাস্যভাবে শক্তিশালী ও প্রভাবশালী হতে পারে এটা কেউ অস্বীকার করতে পারবে না। একটি সুলিখিত বইয়ের আছে অসাধারণ ক্ষমতা যা   আপনাকে  তার ঘটনাপ্রবাহে গভীরে নিয়ে যাবে। বই  মজার মজার চরিত্রের কাল্পনিক সুপারহিরো এবং প্রকৃত ব্যক্তিত্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এছাড়াও বই আমাদের শিক্ষা প্রদান করে ,বিনোদন দেয়, আমাদের কাঁদায় অথবা হাসায়, কিন্তু সবচেয়ে বেশি যা করতে পারে তা হলো আমাদের জীবনকে চিরতরে পরিবর্তন করা। আজকের পোস্টের জন্য, আমরা  গবেষণা করে  সেইসব  বইয়ের একটি তালিকা তৈরী করেছি , যে বইগুলোতে  এই ক্ষমতাগুলো পাওয়া যেতে পারে। তবে এই তালিকা নিয়ে দ্বিমত থাকতে পারে। আপনার পছন্দের কোন বই যদি থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে নাম লিখবেন।   

১. One Hundred Years Of Solitude 

লেখকঃ Gabriel García Márquez

García Márquez এর মহাগ্রন্থ হিসেবে বিবেচিত  নির্জনতার  এক শত বছর (One Hundred Years Of Solitude)
১৯৬৭ সালের একটি জাদু বাস্তববাদ উপন্যাস যাতে  Buendia পরিবারের গল্প বলা হয়েছে। উপন্যাসটি স্প্যানিশ সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ  হিসাবে স্বীকৃত হয়।

                                                                   One Hundred Years of Solitude

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২. Uncle Tom's Cabin

                                                                Uncle Tom's Cabin

লেখকঃ Harriet Beecher Stowe

ঊনবিংশ শতাব্দীর সর্বাধিক বিক্রিত উপন্যাস Uncle Tom’s Cabin, H. B. Stowe এর একটি দাসত্ব বিরোধী উপন্যাস যা ১৮৫২ সালে প্রকাশিত হয়।

৩. All Quiet On The Western Front

লেখকঃ Erich Maria Remarque

                                                          All Quiet on the Western Front

অবসরপ্রাপ্ত জার্মান সেনা Erich Maria Remarque এর All Quiet On The Western Front একটি যুদ্ধের উপন্যাস  যা মূলত ১৯২৮ সালে প্রকাশিত হয়। বইটিতে তিনি  যুদ্ধের সময় জার্মান সৈন্যদের চরম শারীরিক ও মানসিক চাপের  বর্ণনা করেনএবং বইটি  সৈনিকদের বাড়িতে ফিরে আসার পর  বেসামরিক জীবন থেকে বিচ্ছিন্নতার  অনুভূতি  বর্ণনা করে।

৪. Animal Farm

লেখকঃ George Orwell

                                                     The Animal Farm

Animal Farm হলো  George Orwell একটি রূপক উপন্যাস এবং এটি  ১৯৪৫ সালের ১৭ অগাস্ট ইংল্যান্ডে প্রথম প্রকাশিত হয়। কমিউনিজমের রূপকীয় সমাচোলনার কারণে বইটি প্রথম দিকে আমেরিকান ও ব্রিটিশ প্রকাশকদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছিল কিন্তু বর্তমানে প্রকাশিত সবচেয়ে প্রভাবশালী  বই হিসেবে  স্বীকৃত।

৫. Into The Wild 

লেখকঃ  Jon Krakauer

                                                   Into the wild

Into The Wild বইটি  Jon Krakauer ১৯৯৬ সালে লিখেছেন যা  ৪ টি ভাষায় প্রকাশিত  এবং এ পর্যন্ত এর ১৭৩টি  সংস্করণ ছাপা হয়েছে। বইটি স্কুল ও কলেজর  পাঠ্যক্রম হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

৬. Slaughterhouse-Five

লেখকঃ Kurt Vonnegut

                                                 Slaughterhouse 5

Slaughterhouse-Five উপন্যাসটি Kurt Vonnegut এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কে একটি বিদ্রুপাত্মক উপন্যাস। এটি যুদ্ধের উপর Vonnegut এর নিজস্ব অভিজ্ঞতার আলোকে রচিত। এটি সাধারণত Vonnegut এর সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয় কাজ হিসেবে স্বীকৃত।

৭. Alice´s Adventures In Wonderland

লেখকঃ Lewis Carroll

                                             Alice in the wonderland

ইংলিশ গণিতবিদ Charles Lutwidge Dodgson ১৮৬৫ সালে Alice’s Adventures In Wonderland  বইটি লিখেছেন। বইটির কাহিনীতে প্রতিভার সাথে যুক্তি প্রয়োগ করা হয়েছে  যা গল্পটিকে শিশুদের সাথে সাথে বড়োদের কাছেও জনপ্রিয় করেছে।

৮. The Godfather

 লেখকঃ Mario Puzo

                                           The Godfather

" The Godfather "  ইতালিয়ান আমেরিকান লেখক মারিও পুজো দ্বারা লিখিত একটি বিখ্যাত অপরাধমূলক উপন্যাস। এতে ডন ভিটো কোর্লিওনির নেতৃত্বে নিউইয়র্ক সিটির একটি কাল্পনিক মাফিয়া পরিবারের কাহিনীর বিবরণ দেওয়া হয়েছে।

৯. The Great Gatsby

লেখকঃ Francis Scott Fitzgerald

                                       The Great Gatsby

The Great Gatsby ১৯২৫ সালে প্রকাশিত একটি উপন্যাস। এক তরুণীর প্রতি তরুণ কোটিপতি জে গ্যাটসবির ভালোবাসা এই উপন্যাসের প্রধান উপজীব্য।   

১০. The Alchemist  

লেখকঃ  Paulo Coelho

                                     The Alchemist

"The Alchemist" ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো (Paulo Coelho) এর  একটি উপন্যাস যা  প্রথম ১৯৮৮ সালে প্রকাশিত হয়। এটি একটি রূপক উপন্যাস। এতে এক তরুণ মেষপালকের মিশরে যাত্রার  ধারা বর্ণিত হয়েছে।

Govt Jobs

Bank Jobs

Viva Jobs