Studypress Blog

জন প্রশাসন মন্ত্রণালয়, সহকারী পরিচালক ২০১৬ প্রশ্ন ও সমাধান

25 Oct 2019

Assistant Director of Public Service Commission

১। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

উত্তরঃ ধ্বনি

 

২। কোন বানানটি শুদ্ধ নয়?

উত্তরঃ দারিদ্রতা

 

৩। ‘ক্ষ’ এর বিশ্লিষ্ট রূপ –

উত্তরঃ ক+ষ

 

৪। ‘রূপসী বাংলা’র কবি কে?

উত্তরঃ জীবনানন্দ দাশ

 

৫। কোনটি শুদ্ধ বানান?

উত্তরঃ নিশীথিনী

 

৬। “ভানুসিং ঠাকুরের পদাবলি” এর রচয়িতা কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

 

৭। নেমেসিস কোন জাতীয় রচনা?

উত্তরঃ নাটক

 

৮। নবান্ন শব্দটি কোন প্রতিক্রিয়ায় গঠিত?

উত্তরঃ সমাস

 

৯. চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

 

১০. সারমেয় শব্দের অর্থ –

উত্তরঃ কুকুর

 

১১. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?

উত্তরঃ রামনারায়ণ তর্করত্ন

 

১২. বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কয়টি?

উত্তরঃ একুশ

 

১৩. অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা –

উত্তরঃ ১২

 

১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোটগল্প কোনটি?

উত্তরঃ ভিখারিণী
 

১৫. বঙ্গ দর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?

উত্তরঃ ১৮৭২

 

১৬. বড়ায়ি কোন কাব্যের চরিত্র?

উত্তরঃ শ্রীকৃষ্ণ কীর্তন

 

১৭. কোন বাক্যটি শুদ্ধ?

উত্তরঃ তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন

 

১৮. কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ?

উত্তরঃ জলদ

 

১৯. মা শিশুকে খাওয়াচ্ছেন – বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়াপদের উদাহরণ?

উত্তরঃ ণিজন্ত

 

২০. নাজ্জামাই – শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ নাত + জামাই

 

২১. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে – কোন কবির রচনা?

উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর

 

২২. বেতাল পঞ্চবিংশতি কার রচিত গ্রন্থ?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

 

২৩. লৌকিক কাহিনির প্রথম রচয়িতা?

উত্তরঃ দৌলত কাজী

 

২৪. টি, টা, খানা, খানি ইত্যাদি –

উত্তরঃ পদাশ্রিত নির্দেশক

 

২৫. কাজী নজরুল ইসলাম রচিত কোনটি?

উত্তরঃ পদ্মগোখরা

 

২৬. What is the meaning of ‘diehard’?

উত্তরঃ A strong supporter

 

২৭. Which one of the following is an adverb?

উত্তরঃ sometime

 

২৮. Who is an essayist?

উত্তরঃ Francis Bacon

 

২৯. Who is not a romantic poet?

উত্তরঃ T.S. Eliot

 

৩০. Which of the following dramas is not a tradegy?

উত্তরঃ The Tempest

 

৩১. What is an epic?

উত্তরঃ A long narrative poem

 

৩২. What is the sound made by a goat?

উত্তরঃ Bleating

 

৩৩. Fill in the gap –

Early rising is conductive _________ health.

উত্তরঃ to

 

৩৪. Who is the writer of ‘The Good Earth’?

উত্তরঃ Pearl S. Buck

 

৩৫. What is the meaning of ‘Renaissance’?

উত্তরঃ The revival of learning

 

৩৬. What is the verb of ‘Peace’?

উত্তরঃ Pacify

 

৩৭. When one is pragmatic, he is being –

উত্তরঃ practical

 

৩৮. A person who reads and thinks a lot is called-

উত্তরঃ intellectual

 

৩৯. I water the garden. The underlined word is-

উত্তরঃ verb

 

40. “Maiden Speech” means-

উত্তরঃ First Speech

 

41. Which one is the plural number?

উত্তরঃ Oxen

 

42. Fill in the gap:  He is good ____ fishing.

উত্তরঃ at

 

43. Fill in the gap: John is as cunning as____.

উত্তরঃ fox

 

44. Which one is present perfect tense?

উত্তরঃ I have read

 

45. The word ‘Genocide’ means-

উত্তরঃ Mass killing

 

46. NEC stands for-

উত্তরঃ National Economic Council

 

47. ‘Justice delayed is justice denied.’ ___ was stated by ___.

উত্তরঃ Gladstone

 

48. A poem of fourteen line is called_____.

উত্তরঃ Sonnet

 

49. ‘The Merchant of Venice’ is written by__.

উত্তরঃ Shakespeare

 

50. Identify the adjective of the word ‘tax’.

উত্তরঃ Taxable

 

৫১. দুইটি সংখ্যার অনুপাত ৫:৬। তাদের ল।সা।গু ৩৬০ হলে সংখ্যা দুইটি কী কী?

উত্তরঃ ৬০,৭২

 

৫২. (a + 1/a) = 2 হলে নিচের কোনটি সঠিক?

a2 + 1/a2 = a3 + 1/a^3

 

৫৩. 400 এর log4; ভিত্তি কত?

উত্তরঃ 2√5      

 

৫৪. x2 – (p + q)x + pq = 0 এর সমাধান সেট কোনটি?

উত্তরঃ {p,q}

 

৫৫. যদি (25)2x+3 = 53x+6 হয়, তবে x-এর মান কত?

উত্তরঃ 0

 

৫৬. কোনো সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135o হলে এর বাহুর সংখ্যা কত?

উত্তরঃ 8

 

৫৭. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির মোট পরিমাণ হবে-

উত্তরঃ 3600

 

৫৮. P= {a,b}, Q={b,c}, R={3,4} হলে (P∩Q)UR এর উপাদান সংখ্যা কত?

উত্তরঃ 3

 

৫৯. প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল কত?

উত্তরঃ ১০০

 

৬০. 52 টি তাসের একটি প্যাকেট হতে একটি তাস তোলা হল। তাস টেক্কা হওয়ার সম্ভাবনা কত?

উত্তরঃ 1/13

 

৬১. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

উত্তরঃ 9√3

 

৬২. sinA = 2/3 হলে cosA = কত?

উত্তরঃ √5/3

 

৬৩. যদি (a + 1/a)2 = 3 হয়,   তবে a3 + 1/a3 এর মান কত?

উত্তরঃ 0

 

৬৪. একটি সেটের উপাদান সংখ্যা 4 হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত?

উত্তরঃ 16

 

৬৫. 128. 64, 32, ……….. ধারাটির ৮ম পদ কোনটি?

উত্তরঃ ১/২

 

৬৬. উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য কোনটি?

উত্তরঃ পরিসর

 

৬৭. কোনটি একটি বাস্তব সংখ্যা a এর পরম মান ।a। কে কোনটি প্রকাশ করে?

উত্তরঃ +-a

 

৬৮. যথাক্রমে x এবং y  একক দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের পরিসীমা 96 একক। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়, তবে কোনটি সঠিক?

উত্তরঃ x+y=48

 

৬৯. y= x+3  এবং y= -x-3 রেখাদ্বয়ের ছেদবিন্দু কোনটি?

উত্তরঃ (-3,0)///(3,0)///(0,3)///(0,-3)

 

70. ‘ক’ যে কাজ x দিনে করতে পারে ‘খ’ সে কাজ 5x দিনে সম্পন্ন করে। একই সময়ে ‘খ’, ‘ক’ –এর কতগুণ কাজ করে?

উত্তরঃ 1/5 গুণ

 

71. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত বর্গ একক?

উত্তরঃ 16

 

72. পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩৭ বছর। পিতা, মাতা ও ঐ ২ সন্তানের বয়সের গড় ৩৬ বছর। মাতার বয়স কত বছর?

উত্তরঃ ৩৩

 

73. (0.15×10^p)/(0.3×10^q)=5×10^7 হলে p-q=কত?

উত্তরঃ 7

 

74. ১ বর্গ মিটার = কত বর্গফুট?

উত্তরঃ ১০.৭৬

 

75.  5% বৃদ্ধিতে x-এর বর্ধিত মান কত?

উত্তরঃ x(1+1/20)

 

76. নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

উত্তরঃ সমতট

 

77. কোন মুঘল সম্রাট তাঁর শাসনকালে বাঙলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন?

উত্তরঃ সম্রাট আকবর

 

78. বাঙলায় “৭৬ এর মন্বন্তর” এর সময় কাল-

উত্তরঃ ১৭৭০

 

79. বঙ্গভঙ্গের সুপারিশ করেন-

উত্তরঃ লর্ড কার্জন

 

80. লাহোর প্রস্তাব ১৯৪০ এর মূল বিষয় ছিল-

উত্তরঃ ব্রিটিশ ভারতের মুসলমান সংখ্যা গরিষ্ঠদের নিয়ে একটি দেশ গঠন করা

 

81. ১৯৫৪ সালের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচনের ২১ দফায় ১ম দফা ছিল-

উত্তরঃ বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া

 

82. ৬-দফা দাবী কোথায় উত্থাপিত হয়?

উত্তরঃ লাহোর

 

83. প্রবাসী বাংলাদেশের সরকারের সদর দপ্তর ছিল-

উত্তরঃ ৮নং থিয়েটার রোড কলকাতা

 

84. মধ্য প্রাচ্যের মুসলমান দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়-

উত্তরঃ ইরাক

 

85. মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি-

গানটির প্রথম রেকর্ড করেন-

উত্তরঃ আপেল মাহমুদ

 

86. রোপা আমন কাটা হয়-

উত্তরঃ অগ্রহায়ণ-পৌষে

 

87. বাংলাদেশের GDP এর প্রধান খাত-

উত্তরঃ সেবাখাত

 

 

88. বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক-

উত্তরঃ মুন্সীগঞ্জের গজারিয়ায়

 

89. হোক্কাইডো দ্বীপটি কোথায়?

উত্তরঃ জাপানে

 

90. পৃথিবীর বৃহত্তম মহাদেশ-

উত্তরঃ এশিয়া

 

91. সোনালী দেশ-

উত্তরঃ বাংলাদেশ

 

92. বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ-

উত্তরঃ মেসোপটেমিয়া

 

93. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার-

উত্তরঃ কামরুল হাসান

 

94. চন্দ্রে অবতরণকারী ১ম মানুষ-

উত্তরঃ নেল আর্মস্ট্রং

 

95. বাংলায় নববর্ষ ১লা বৈশাখ চালু করেন-

উত্তরঃ সম্রাট আকবর

 

96. গ্রীনিচ মান সময়ের সঙ্গে আমাদের সময়ের পার্থক্য-

উত্তরঃ ৬ ঘণ্টা

 

97. কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান?

উত্তরঃ কল্যাণ অর্থনীতি

 

98. শ্বেত হস্তীর দেশ-

উত্তরঃ থাইল্যান্ড

 

99. আন্তর্জাতিক পরিবেশ দিবস-

উত্তরঃ ৫ জুন

 

100. শিল্প বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়?

উত্তরঃ ইংল্যন্ডে

Govt Jobs

Bank Jobs

Viva Jobs