Studypress Blog

প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০১৬ (সহকারী পরিচালক)-নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

18 Oct 2019

Defence Ministry Assistant Director 2016 question and answer

​1. রবীন্দ্রনাথ এর রাজনৈতিক উপন্যাস কোনটি?
উঃ গোরা

2. নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উঃ অগ্নিবীণা

3. মৈমনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন?
উঃ ড. দীনেশচন্দ্র সেন।


4. নীর শব্দের অর্থ কী?
উঃ বারি

5. খাঁটি বাংলা শব্দ কোনটি?
উঃ ঢোল

6. শুদ্ধ বানান কোনটি?
উঃ সমীচীন

7. হেড-মৌলভি কোন কোন শব্দযোগে গঠিত?
উঃ ইংরেজি+ফারসি

8. শাহ মুহম্মদ সগীর রচিত কাব্য কোনটি?
উঃ ইউসুফ-জোলেখা

9. রূপসী বাংলার কবি বলা হয় কাকে?
উঃ জীবনানন্দ দাস

10. তদ্ভব শব্দ কোনটি?
উঃ চাঁদ

11. সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি?
উঃ আদিত্য

12. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়-কার লেখা?
উঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

13. মোদের গরব মোদের আশা- কে লিখেছেন?
উঃ অতুল প্রসাদ সেন

14. মৌলিক শব্দ নিচের কোনটি?
উঃ গোলাপ

15. নিচের কোনটি পর্তুগীজ শব্দ?
উঃ বালতি

16. ষড়ঋতুর সন্ধিবিচ্ছেদ কর-
উঃ ষট+ঋতু (হসন্ত সহ )

17. বাংলা শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
উঃ প্রাকৃত

18. লাঠালাঠি কোন সমাস?
উঃ বহুব্রীহি

19. অক্ষির সমীপে- এক কথায় কী?
উঃ সমক্ষ

20. কোনটি শুদ্ধ?
উঃ আকাঙ্ক্ষা

21. Which is not a grammatical unit? 

ans. Phrase 

23. Which of the following is an example of prefix?

Ans. Co

24. Correct spelling?

ans. Accommodation

25. The synonym of the word “Envoy” is- 

ans. Ambassador 

26. The antonym of the word ‘Abandon’ is-

ans. Retain

27. Which part of speech is the word ‘Regarding’? 

ans. Preposition 

28. Which is the adjective of the word ‘Name’? 

ans. Nominal 

29. Which is the appropriate preposition in the sentence ‘He deals …..rice’? 

ans. With 

30. The example of present progressive is- 

ans. They are gossiping. 

31. Rice sells cheap is- 

ans. Active voice 

32. Which is the reported speech of the sentence ‘He said, the earth moves round the sun’? 

ans. He said that the earth moves round the sun. 

34. The plural form of the word ‘Deer’ is- 

ans. Deer

35. ‘Black Sheep’ is- 

ans. An idiom 

36. The meaning of the idiom ‘ABC’ is- 

ans. Elementary knowledge. 

37. Which one is a phrase prepositional verb? 

ans.Look at

38. Which one of the following sentence is correct? 

ans. He came home yesterday. 

39. ‘King Liar is’ a- 

ans. Tragedy 

40. ‘Pride and Prejudice’ is- 

ans. A novel

৪১। নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?

উঃ মায়ানমার

৪২. সীমান্ত গান্ধি নামে পরিচিত কে?

উঃ খান আব্দুল গাফফার খান

৪৩। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?

উঃ ৬ ঘন্টা

৪৪. কোনটি চির শান্তির শহর নামে পরিচিত?

উঃ রোম

৪৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ রেসকোর্স ময়দান

৪৬. দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে দেশে প্রত্যাবর্তন করেন?

উঃ ১০ জানু, ১৯৭২

৪৭. স্থায়ী সালিশ আদালত কোথায়?

উঃ হেগে

৪৮। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে?

উঃ বিজয়পুরে

৪৯। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কাল কত বছর?

উঃ ৩ বছর।

৫০। সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্য’ এর অংশ হিসাবে ঘোষণা করে কোন সংস্থা?

উঃ UNESCO

৫১. কোন ক্রিকেটার ‘Oxford Blue’ ছিলেন?

উঃ ইমরান খান

৫২. ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি?

উঃ ১০টি

৫৩. ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়?

উঃ সেপ্টেম্বর, ১৯৯৬

৫৪. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছেন?

উঃ জুলিও কুরি পদক

৫৫. বাংলাদেশ ও ভারতের সাথে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে?

Arbitral Tribunal 

৫৭. কোনটি বার্ড  flu  ভাইরাস?

উঃ H-5 N-1

৫৮. বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে?

উঃ ১৩ টি

৫৯. গিনিস বুক অব রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের কোন খেলোড়ার ---

Zobera Rahman Linu


৬০. BSTI এর পূর্ণরূপ কি-

উঃ Bangladesh Standards and Testing Institution

৬১. কোন সংখ্যাটি বৃহত্তম?
উ: ০.১০০০
৬২. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
উ: ১
৬৩. ৯০ থেকে ১০০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
উ: ১ টি
৬৪. √০.০৯=?
.০৩///০.৩///০.০০৩///০.০০০৩
উ: ০.৩
৬৫. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত?
উ: ১৯৯৯৯
৬৬. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
উ: ৪৩
৬৮. ১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
উ: ১০
৬৯. দুইটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কি কি?
উ: ৪৫,৬০
৭০. একটি সংখ্যার বর্গমূল সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত?
উ: ২৫
৭১. ০.০০১X০.০১=কত?
উ: ০.০০০০১
৭২. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৪ ও ৫ দ্বারা ভাগ করলে নি:শেষে বিভাজ্য?
উ: ৬০
৭৩. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
১/২০///১/১৬///১/১৫///১/১২
উ: ১/১২
৭৪. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হবে। সংখ্যাটি কত?
উ: ১৮
৭৫. একটি সরলরেখার উপর লম্ব অঙ্কণ করলে কয়টি সমকোণ পাওয়া যায়?
উ: ২টি
৭৬. একটি চতুর্ভুজের ৩ কোণের সমষ্টি ২৮০ ডিগ্রি। ৪র্থ কোণের মান কত?
উ: ৮০ ডিগ্রি
৭৭. কোন সংখ্যার ৬ গুণ হতে ১৫ গুণ ৬৩ বেশি?
উ: ৭
৭৮. সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
০.০০৯৯///০.১০০///৯/১০০///৯/১০০০
উ: ০.১০০
৭৯. ৩X০.৩/২=?
উ: ০.৪৫
৮০. একটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি ১৬০ ডিগ্রি। তৃতীয় কোণটির মান কত?
উ: ২০ ডিগ্রি

Govt Jobs

Bank Jobs

Viva Jobs