Studypress Blog
রাষ্ট্র এবং এর উপাদান
26 Sep 2019

1. সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংস্থা কোনটি?
উত্তর :রাষ্ট্র
2. "কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র' কে বলেছেন?
উত্তর :এরিস্টটল
3. রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখন্ডের একটি জনসমষ্টি।
উত্তর : উড্রো উইলসন।
4. কে রাষ্ট্রের সবচেয়ে সুন্দর ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন?
উত্তর : অধ্যাপক গার্নার।
5. রাষ্ট্রের উপাদান কয়টি?
উত্তর :চারটি।
6. রাষ্ট্রের প্রথম উপাদান?
উত্তর :জনসমষ্টি।
7. রাষ্ট্রের রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য?
উত্তর :সরকার।
8. সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের কোন ধরনের উপাদান-
উত্তর :মুখ্য।
9. সার্বভৗৈমত্ব কী ?
উত্তর : রাষ্ট্রের চরম ক্ষমতা।
10. সার্বভৌম ক্ষমতার কয়টি দিক?
উত্তর : দুটি।
11. রাষ্ট্র গঠনে অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
উত্তর : সার্বভৌমত্ব।
12. হল্যান্ডের (নেদারল্যান্ডের) আয়তন কত?
উত্তর : ১২,৫০০ বর্গমাইল।
13. কোনটি রাষ্ট্রের অপরিহার্য কাজ ?
উত্তর : সার্বভৌমত্ব রক্ষা।
14. কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ?
উত্তর :জীবনের নিরাপত্তা বিধান।
15. নিচের কোনটি রাষ্ট্রের অপরিহার্য কাজ?
উত্তর :অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা।
16. শিক্ষাবিস্তার ও জনস্বাস্থ্য রক্ষা করা রাষ্ট্রের কোন ধরনের কাজ?
উত্তর : ঐচ্ছিক কার্যাবলি।
17. কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ নয়?
উত্তর : প্রতিরক্ষা বাহিনী।
19. উদ্দেশ্যনীতির ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : ২ ভাগে।
20. কে অভিজাততন্ত্রকে সর্বাপেক্ষা উত্তম সরকার বলে উল্লেখ করেছেন?
উত্তর : এরিস্টটল।
21. এরিস্টটলের মতে সরকারের চরম ক্ষমতা যখন বহুজনের হাতে ন্যস্ত থাকে এবং যদি তা বিকৃতরূপ ধারণ করে তখন তাকে কী বলে?
উত্তর : গণতন্ত্র।
23. কোন রাষ্ট্রবিজ্ঞানীর সরকারের আধুনিক শ্রেণিবিভাগ সর্বোত্তম?
উত্তর : লিকক।
24. মুসোলিনী কোন দেশের একনায়ক ছিলেন?
উত্তর : ইটালী।
25. যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে কী বলে?
উত্তর : গণতন্ত্র।
26. গণতন্ত্রের জনপ্রিয় সংজ্ঞা কে দিয়েছেন?
উত্তর : আব্রাহাম লিংকন।
27. গণতন্ত্রের প্রকারভেদ কয়টি?
উত্তর : ২ টি।
28. প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় প্রচলিত ছিল?
উত্তর :প্রাচীন গ্রিসে।
29. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কোন ধরনের গণতন্ত্র প্রচলিত -
উত্তর :পরোক্ষ।
30. কোনটি আধুনিককালের সর্বাপেক্ষা জনপ্রিয় শাসন ব্যবস্থা?
উত্তর :গণতন্ত্র।
31. কোন ধরনের সরকারের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করে-
উত্তর :নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।
32. কোন দেধে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র-
উত্তর :গ্রেট ব্রিটেন।
33. কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন?
উত্তর :মার্কিন যুক্তরাষ্ট্র।
34. কে দেশের জরুরী অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন?
উত্তর : রাষ্ট্রপতি।
State and its Element
For Bank Job, NTRCA Teachers Registration and Govt Job in Bangladesh.
Govt Jobs

Bank Jobs
