Studypress Blog

ইবোলা

22 Aug 2018

ইবোলা ভাইরাল ফিভার/Ebola virus disease(EVD) বা ইবোলা হেমোরেজিক ফিভার/Ebola hemorrhagic fever(EHF) ইবোলা ভাইরাস দ্বারা মানুষের শরীরে সংক্রমিত একটি রোগ। পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, জায়ার, কঙ্গো, সোমালিয়া, নামিবিয়া, রুয়ান্ডা, ইথিওপিয়ায় ইতিমধ্যে এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।

রোগের উৎপত্তিঃ

১৯৭৬ সালে কংগোর জিয়েরা এলাকায় প্রথমবারের মত এ রোগটি ধরা পরে।

বাদুর, শুকর বা কুকুর এইগুলোর যেকোনোটি এই ভাইরাসের বাহক হিসাবে ধরা হয়! সুদানে সর্বপ্রথম মানুষের ভিতর এই রোগের লক্ষন ধরা দেয়!

এটি ছোঁয়াচে, সাধারনত শরীরের অভ্যর্থরীন তরলের মাধ্যমে এই রোগটি ছড়ায় এমনকি মৃত্যুর পর মৃত ব্যাক্তির শরীরেও এই রোগের ভাইরাস জীবিত অবস্থায় থাকে এবং তা জীবিতো মানুষকে সংক্রামিত করবার ক্ষমতা রাখে।

রোগের লক্ষন সমূহঃ-
সর্দি কাশি, মাথা ব্যাথা, বমি বমি ভাব, ডায়েরিয়া এবং জ্বর এই রোগের প্রধান উপসর্গ। পানিশুন্যতা, কিডনি এবং লিভার এর সমস্যা এবং রক্তক্ষরন এর দিকে ধাবিত হয়।

চিকিৎসা
এখনি এই রোগের সঠিক কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তথ্য মতে এই রোগে মৃত্যুর হার ৫০%-৯০%।

Govt Jobs

Bank Jobs

Viva Jobs