Studypress Blog
সেনাবাহিনীর প্রথম নারী সামরিক পাইলট নাজিয়া ও শাহরিনা
29 May 2019

বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী সামরিক পাইলট হিসেবে যুক্ত হলেন ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন এবং ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার।২৮/১০/১৫ এ ঢাকা সেনানিবাসে আর্মি অ্যাভিয়েশন গ্রুপে একক উড্ডয়নের মাধ্যমে প্রশিক্ষণ সমাপনীর মধ্য দিয়ে তারা এ সম্মান অর্জন করেন।ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ২৪ ডিসেম্বর ২০০৯ তারিখে ৬১ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ইঞ্জিনিয়ার কোর -এ কমিশন লাভ করেন।শাহরিনা বিনতে আনোয়ার একই কোর্সে অর্ডিনেন্স কোর -এ কমিশন লাভ করেন।তারা দুইজনেই ১৬ নভেম্বর ২০১৪ তারিখে আর্মি অ্যাভিয়েশন বেসিক-৯ এ যোগদান করেন।
Govt Jobs

Bank Jobs
