Studypress Blog

সপ্তম পঞ্চবার্ষিকী (২০১৫-২০২০) পরিকল্পনাঃ

20 May 2019

দারিদ্র্য প্রায় ১০ শতাংশ কমিয়ে আনা

প্রাথমিক শিক্ষার হার শতভাগ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার হার ৬০ শতাংশে উন্নীত করা

৫ বছরের নিচে শিশু মৃতু্যুর হার প্রতি হাজারে ৫০ জনে নামিয়ে আনা

জনসংখ্যা বৃদ্ধির হার ২ শতাংশে নামিয়ে আনা; বিদ্যুৎ সরবরাহ ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা

গবেষণা ও উন্নয়নে সরকারি ব্যয় জিডিপির ১ শতাংশে উন্নীত করা এবং মাধ্যমিক শিক্ষায় তথ্য-প্রযুক্তি (আইসিটি) বাধ্যতামূলক করা
 

১। ভিশন-২০২১> বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা।এ কাজও শেষ হবে ২০২১ সালের জুনে।
২। অর্থবছর (২০১৫-১৬) থেকে ২০২০-২১।
৩। বাস্তবায়ন শুরু হবে জুলাই ২০১৫ হতে।
৪। আগামী ৫ বছরে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।
৫। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ভিশন ২০২১ এবং মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া- এই ৩ লক্ষ্যের ‘টেকসই উন্নয়নের রূপকল্প’ বলা হচ্ছে প্রণীত এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে। 
৫। বাস্তবায়ন শুরুর অর্থবছর ২০১৬-তে প্রবৃদ্ধির লক্ষ্য হচ্ছে ৭%। 
৬। শিল্প (ম্যানুফ্যাকচারিং) খাতে গড় প্রবৃদ্ধির লক্ষ্য ১০.৮%। 
৭। সেবা খাতে গড় প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয়েছে ৬.৩%
৮। কৃষি খাতে গড় প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৩.৩%
৯। শিল্প, সেবা ও কৃষি এই ৩ খাত মিলে আগামী ৫ বছরে গড় প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭.২%
১০। ৫ বছরে দেশের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৬.২%।

Govt Jobs

Bank Jobs

Viva Jobs