Studypress Blog

২০১৪ সালের নোবেল পুরস্কার

22 Aug 2018

শান্তিতে নোবেল

 

২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসূফজাঈ ও শিশু অধিকার প্রতিষ্ঠার কর্মী কৈলাস সত্যার্থী। মালালা ইউসূফজাঈ পাকিস্তানের নাগরিক এবং কৈলাস সত্যার্থী ভারতের নাগরিক।

 

পদার্থবিজ্ঞান

পরিবেশবান্ধব বিকল্প আলোর উত্স নীল লাইট ইমিটিং ডায়োড (এলইডি) আবিষ্কারের জন্য এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন দুই জাপানি ও এক জাপানি বংশোদ্ভূত মার্কিন গবেষক।

রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স ২০১৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য জাপানের গবেষক ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শুজি নাকামুরার নাম ঘোষণা করে। এ তিন নোবেল বিজয়ী প্রায় ৮০ লাখ সুইডিশ ক্রোনার অর্থ পুরস্কার পাবেন।

রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এলইডি বাতির অগ্রগতিসাধন করে পুরোনো আলোক উত্স থেকে অধিক দীর্ঘস্থায়ী ও কার্যকরী বিকল্প আলোক উত্স নীল এলইডি আবিষ্কারে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পৃথিবীর উত্পাদিত বিদ্যুতের প্রায় এক-চতুর্থাংশ কেবল আলোর জন্য খরচ হয়। তাঁদের আবিষ্কৃত এ নীল এলইডি পৃথিবীর সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ এবারের নোবেল  পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

আকাসাকি জাপানের মিজো বিশ্ববিদ্যালয়ে একজন গবেষক। আমানো জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আর জাপানে জন্ম নেওয়া মার্কিন নাগরিক নাকামুরা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন।

চিকিৎসা

এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ও’কিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডভার্ড আই মুসা ও মে-ব্রিট মুসা। মস্তিষ্কের ভেতরকার ‘জিপিএস’ ব্যবস্থা উদ্ভাবনের জন্য তাঁদের বিশ্বের সম্মানিত ওই পুরস্কারে ভূষিত করা হয়।

আমরা কোথায় অবস্থান করছি, কীভাবে মস্তিষ্ক তা জানতে পরে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা ও পরিচালনা মস্তিষ্ক কীভাবে করে—এটাই এই তিন গবেষক আবিষ্কার করেছেন।

কেন আলঝেইমার আক্রান্ত মানুষ তাঁদের আশপাশের জিনিস চিনতে পারে না—তা জানতে তাঁদের এই আবিষ্কার সহায়তা করবে বলে ভাবা হচ্ছে।
নোবেল কর্তৃপক্ষ বলছে, ‘এই উদ্ভাবন দার্শনিক ও বিজ্ঞানীদের শতাব্দীকালের সমস্যার সমাধানে সহায়তা করবে।’

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ও’কিফি ১৯৭১ সালে প্রথম মস্তিষ্কের ‘অভ্যন্তরীণ পজিশনিং ব্যবস্থা’ উদ্ভাবন করেন। গবেষণায় তিনি দেখিয়েছেন, কোনো কক্ষে একটি ইঁদুর অবস্থানকালে মস্তিষ্কের একদল কোষ সক্রিয় হয়। কিন্তু অন্য স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের অন্য একদল কোষ সক্রিয় হয়ে ওঠে।

রসায়ন

দুই মার্কিন এবং এক রুমানীয়-জার্মান বিজ্ঞানী যৌথভাবে জিতে নিলেন ২০১৪ সালের রসায়নে নোবেল পুরস্কার। লাইট মাইক্রোস্কোপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্টেফান ডব্লিউ হেল, উইলিয়াম ই মোয়েরনার এবং এরিক বেতজিগকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
পুরস্কার পাওয়া ব্যক্তিরা যৌথভাবে আট মিলিয়ন ক্রোনার বা সুইডিশ মুদ্রা ভাগ করে নেবেন। ১৯০১ সাল থেকে এ পর্যন্ত আরও ১০৫ জন বিজ্ঞানী সম্মানজনক এই নোবেল পুরস্কার জিতে নিয়েছেন।

বিজ্ঞানী এরিক বেতজিগ যুক্তরাষ্ট্রের অ্যাশবার্নের হাওয়ার্ড হাজেস মেডিকেল ইনস্টিটিউটের জেনেইলা ফার্ম রিসার্চ ক্যাম্পাসে কাজ করছেন। স্টেফান ডব্লিউ হেল জার্মানির গুইটিনগেনের ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর বায়োফিজিকাল কেমিস্ট্রি এবং হাইডেলবার্গের জার্মান ক্যানসার রিসার্চ সেন্টারে গবেষণরত। আর উইলিয়াম ই মোয়েরনার যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

নোবেল কমিটির প্রধান এবং লুন্ডস বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল কেমিস্ট্রির অধ্যাপক সিফেন লিডিন বলেছেন, ‘নোবেল বিজেতাদের এই কাজের ফলে মলিকিউলার প্রক্রিয়া কীভাবে কাজ করে, তা সরাসরি দেখা যাবে।’

লাইট মাইক্রোস্কোপ বা অপটিক্যাল মাইক্রোস্কোপ নিয়ে বহুদিন ধরেই এমন ধারণা ছিল যে, এতে কখনোই আলোক রশ্মির দৈর্ঘের অর্ধেকের চেয়ে বেশি ভালো রেজুলিউশন পাওয়া যাবে না। কিন্তু এই বিজ্ঞানীরা ফ্লোরোসেন্ট মলিকিউল ব্যবহার করে এই সীমাবদ্ধতাকে অতিক্রম করেছেন। ফলে বিজ্ঞানীরা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্পষ্টভাবে কোষ অভ্যন্তরের ক্রিয়া-বিক্রিয়াগুলো দেখতে পারবেন। গবেষকেরা জীবন্ত কোষের মধ্যে একেকটা অণু কীভাবে ক্রিয়া করে, তা পর্যবেক্ষণের সুযোগ পাবেন।

সাহিত্যে

সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো।সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ৬৯ বছর বয়সী ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো। বিবিসির অনলাইন ও রয়টার্সের খবরে জানানো হয়, পুরস্কারস্বরূপ সুইডিশ একাডেমি মাদিয়োনোকে ১১ লাখ মার্কিন ডলার (৮ কোটি ৫২ লাখ ৩৯ হাজার বাংলাদেশি টাকা) দেবে।

পাত্রিক মোদিয়ানো এ পর্যন্ত ৩০টি উপন্যাস লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য আ ট্রেস অব ম্যালিস, হানিমুন, মিসিং পারসন, লাকম্ব, লুসিয়েন ইত্যাদি। তাঁর লেখা উপন্যাস নিয়ে বেশ কিছু চলচ্চিত্রও তৈরি হয়েছে।গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান কানাডার সাহিত্যিক এলিস মুনরো।

অর্থনীতি

অর্থনীতিতে নোবেল পেলেন ফরাসী অর্থনীতিবিদ জঁ তিহল।বাজারের সক্ষমতা ও নিয়ন্ত্রন বিষয়ে গবেষনার জন্য তাঁকে দেওয়া হলো এই সম্মানজনক পুরষ্কার।

Govt Jobs

Bank Jobs

Viva Jobs