Studypress Blog

আগামীর সম্ভাবনা -‪ভিশন‬ ২০২১ সাল

07 Mar 2019

১/ সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে-২০২১ সাল।
২/ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে-২০২১ সাল।
৩/ মাথাপিছু আয় চার ডিজিটে নিয়ে আসা।
৪/ বেকারত্ব ৪০ থেকে ১৫ শতাংশে নিয়ে আসা।
৫/ কৃষি ক্ষেত্রে শ্রমশক্তি ৩৩ শতাংশে নিয়ে আসা।
৬/ স্থায়ী মজুরি কমিশন গঠন।
৭/ সংসদে নারী আসন ৩৩ শতাংশে উন্নীত করা এবং সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা।
৮/ গড় আয়ু ৭০ বছরে উন্নীত করা।
৯/ সকল প্রকার সংক্রামক ব্যাধি নির্মূলকরা।
১০/ ডিজিটাল বাংলাদেশ গড়া।
১১/ প্রজনন নিয়ন্ত্রণ ৮০ শতাংশে উন্নীত করা।

studypress.org

Govt Jobs

Bank Jobs

Viva Jobs