Studypress Blog

মৌলিক সংখ্যা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

22 Aug 2018

* DIGIT বা অংক হলো মোট ১০ টি ( 0, 1, 2, 3, 4, 5, 6,7, 8, 9 )
* ১ থেকে ১০০ পর্যন্ত
- 0 পাওয়া যাবে ১১ টি
- ১ পাওয়া যাবে ২১ টি
- ২- ৯ প্রত্যেকটি পাওয়া যাবে ২০ টি করে
* মৌলিক সংখ্যা ( Prime Number ) থেকে অনেক  সময় প্রশ্ন আসে । মৌলিক সংখ্যা বিষয়ে কিছু গুরুত্বপূর্ন তথ্য জানা যাক ।
Prime number
,,, শুধুমাত্র নিজ সংখ্যা ও ১ দ্বারা বিভাজ্য
,,, ১ মৌলিক সংখ্যা নয়
,,, ২ হচ্ছে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা
,,,,, ১-১০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৪ টি ( ২, ৩,৫, ৭ )
,,,,, ১১- ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৪ টি (১১,১৩, ১৭ , ১৯)
,,,,, ২১ – ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা ২ টি ( ২৩,২৯)
,,, ৩১ – ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা ২ টি ( ৩১ -৩৭)
,,, ৪১ – ৫০ এর মধ্যে ৩ টি ( ৪১, ৪৩ , ৪৭)
,,, ৫১ – ৬০ এর মধ্যে ২ টি ( ৫৩ , ৫৯ )
,,, ৬১ – ৭০ এর মধ্যে ২ টি (৬১ , ৬৭)
,,, ৭১ – ৮০ এর মধ্যে ৩ টি ( ৭১, ৭৩, ৭৯)
,,, ৮১ – ৯০ এর মধ্যে ২ টি ( ৮৩, ৮৯)
,,, ৯১ – ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা ১টি ( ৯৭ )
১ – ১০০ এর মধ্যে মোট ২৫ টি ।
Tips : মনে রাখার জন্য পড়তে পারেন এভাবে ৪৪২২৩২২৩২১
অথবা উল্টো ভাবে ১২৩২২৩২২৪৪
N.B. কোন সংখ্যা মৌলিক কিনা তা যাচাই করার জন্য সংখ্যাটির একক স্থানিয় অংকটি ২ , ৩ দিয়ে ভাগ করা যায় কিনা দেখতে হবে । অথবা সংখ্যাটির অংকগুলোর সমষ্টি ৩ দ্বারা ভাগ যায় কিনা , যদি ভাগ যায় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়

Govt Jobs

Bank Jobs

Viva Jobs