Studypress Blog

English learning

12 Jul 2023

Gambia has 'failed' to explain genocidal intent: Myanmar

গাম্বিয়া গণহত্যার অভিপ্রায় ব্যাখ্যা করতে 'ব্যর্থ' হয়েছে: মিয়ানমার

Myanmar's lawyer William Schabas today claimed that the Gambia has failed to explain genocidal intent in the crimes that took place in Rakhine state in 2017.

মিয়ানমারের আইনজীবী উইলিয়াম স্কাবাস আজ দাবি করেছেন যে, গাম্বিয়া রাখাইন রাজ্যে ২০১৭ সালে সংঘটিত অপরাধে গণহত্যার অভিপ্রায় ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে।

There is no chance for the applicant to succeed in the case, he claimed while placing his argument at the UN top court in The Haque, a day after the Gambia brought the allegation of genocide in Rohingya villages in Rakhine of Myanmar.

মামলায় আবেদনকারীর সাফল্যের কোনও সুযোগ নেই, গাম্বিয়া মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা গ্রামে গণহত্যার অভিযোগ আনার একদিন পরে, হেগ এ জাতিসংঘের শীর্ষ আদালতে তার যুক্তি তুলে ধরার সময় তিনি এই দাবি করেন।

Meanwhile, legal experts said the arguments presented by the Gambia’s lawyers at the top UN court yesterday were extremely strong and should convince the judges to issue “provisional measures” against Myanmar to stop genocide against the Rohingyas.

এদিকে, আইন বিশেষজ্ঞরা বলেছেন, গতকাল গাম্বিয়ার আইনজীবীদের দ্বারা জাতিসংঘের শীর্ষ আদালতে উপস্থাপন করা যুক্তিগুলি অত্যন্ত দৃঢ় ছিল এবং এই যুক্তি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে মিয়ানমারের বিরুদ্ধে "অস্থায়ী ব্যবস্থা" নেওয়ার জন্য বিচারকদের বোঝাতে যথেষ্ট হবে।

Speaking in Myanmar's defense on the second day of 3 days’ hearing at the UN's highest court today, Myanmar leader Aung San Suu Kyi ruled out the allegation of ongoing genocide or genocidal intent at Rohingya villages in Rakhine of Myanmar.

আজ জাতিসংঘের সর্বোচ্চ আদালতে ৩ দিনের শুনানির দ্বিতীয় দিন, মিয়ানমারের প্রতিরক্ষা বিষয়ক বক্তব্যে, মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা গ্রামে চলমান গণহত্যা বা গণহত্যার অভিপ্রায়ের অভিযোগ অস্বীকার করেছেন মিয়ানমারের নেতা অং সান সু চি ।

“How can there be an ongoing genocide or genocidal intent as concrete steps are being taken in Rakhine? Rakhine today suffers an internal arm conflict between the Buddhist Arakan army and Myanmar defence forces. Muslims are not part of this conflict,” she told the court.

“রাখাইনে শক্ত পদক্ষেপ নেওয়ার পরও সেখানে কীভাবে গণহত্যা চলমান  বা গণহত্যার অভিপ্রায় থাকতে পারে? রাখাইন আজ বৌদ্ধ আরাকান সেনাবাহিনী এবং মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে আক্রান্ত। মুসলমানরা এই সংঘাতের অংশ নয়, ”তিনি আদালতকে বলেছেন।

Rejecting the accusations of genocide committed against Muslim Rohingya minority, she termed the Gambia’s claim as "incomplete and misleading".

মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি গাম্বিয়ার দাবিকে "অসম্পূর্ণ ও বিভ্রান্তিমূলক" বলে অভিহিত করেছেন।

Myanmar has previously denied almost all allegations made by refugees against its troops, including of mass rape, killings and arson, and promised to punish any soldiers involved in what it says were isolated cases of wrongdoing.

মিয়ানমার এর আগে শরণার্থীদের দ্বারা তার সেনাদের বিরুদ্ধে গণ-ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগের প্রায় সকল অভিযোগ অস্বীকার করেছে এবং এসব অন্যায় কাজের বিচ্ছিন্ন ঘটনায় অভিযুক্ত যে কোনও সৈন্যকে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

The UN Fact-Finding Mission in its 2018 report detailed the atrocities committed by the Myanmar Army against the Rohingyas.

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন তার ২০১৮ এর প্রতিবেদনে মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অত্যাচারের বিস্তারিত আলোচনা করেছে।

Since 1982, Rohingyas were denied citizenship, basic rights, including education, health, marriage, birth and freedom of movements. Myanmar policies and laws and actions since 1962 were aimed at eliminating the group in part or in whole, UN investigators said in its report.

১৯৮২ সাল থেকে, রোহিঙ্গাদের নাগরিকত্ব, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, জন্ম এবং চলাচলের স্বাধীনতা সহ মৌলিক অধিকারগুলি থেকে বঞ্চিত করা হয়েছিল। জাতিসংঘের তদন্তকারীরা তার প্রতিবেদনে বলেছে, ১৯৬২ সালের পর থেকে মিয়ানমারের নীতি,আইন ও কর্মকাণ্ডের লক্ষ্য ছিল এই গোষ্ঠীটিকে আংশিক বা পুরোপুরি নির্মূল করা।

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs