Studypress Blog
English learning
08 Jul 2023
Wasa sewerage lines polluting Buriganga!
বুড়িগঙ্গাকে দূষিত করছে ওয়াসার বর্জ্য নিষ্কাশন পথ!
While we are extremely concerned about the level of pollution that has made the water of Buriganga undrinkable (even after treatment) and unusable for any other purposes, the fact that Wasa’s own sewerage lines and drains have been polluting Buriganga came to us as a shock. It was observed by the High Court on December 3 that 68 underground drains and sewerage lines of Wasa are connected to the river.
যখন আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে, বুড়িগঙ্গার পানির দূষণের মাত্রা এর পানিকে পানের অযোগ্য করেছে (এমনকি পরিশোধনের পরেও) এবং অন্য যে কোনো উদ্দেশ্যেও অব্যবহারযোগ্য করে তুলেছে, তখন ওয়াসার নিজস্ব বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা বুড়িগঙ্গাকে দূষিত করছে এই বিষয়টি আমাদের কাছে এক ধাক্কার মতো। উচ্চ আদালত ৩ ডিসেম্বর পর্যবেক্ষণ করেছেন যে, ওয়াসার ৬৮ টি ভূগর্ভস্থ নালা ও নিষ্কাশন পথ নদীর সাথে সংযুক্ত রয়েছে।
Over the years, the Buriganga and other rivers around the capital have become extremely polluted because of indiscriminate discharge of untreated industrial and household waste into them.
বছরের পর বছর, বুড়িগঙ্গা এবং রাজধানীর আশেপাশের অন্যান্য নদীগুলিতে অশোধিত শিল্প ও গৃহস্থালি বর্জ্য নির্বিচারে নিক্ষেপের কারণে নদীগুলো অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে।
However, in the last couple of years, several steps were taken by the government agencies concerned to save the river from pollution. Already many tanneries as well as other factories that used to dump untreated waste into the river were shifted from the banks of the river or were shut down. But these steps alone would not help if Wasa itself pollutes the river.
তবে গত দু'বছরে নদীগুলোকে দূষণ থেকে বাঁচাতে সংশ্লিষ্ট সরকারী সংস্থাগুলি বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল। ইতোমধ্যে অনেক ট্যানারি এবং অন্যান্য কারখানাগুলি যেগুলো নদীতে অশোধিত বর্জ্য নিক্ষেপ করত সেগুলো নদীর তীর থেকে সরানো হয়েছে বা বন্ধ করে দেয়া হয়েছে। তবে ওয়াসা নিজেই যদি নদী দূষিত করে তবে এই পদক্ষেপগুলি কোন কাজে আসবে না।
It is unfortunate that Wasa did not comply with the HC directive given on June 1, 2011 to seal off all the sewage outlets into the Buriganga within one year. Not only that, the Wasa MD has recently submitted a false report to the HC denying the fact that many of Wasa’s sewerage lines are connected with the river. Although he has submitted an apology to the HC, just that is not enough.
দুর্ভাগ্যজনক যে, এক বছরের মধ্যে বুড়িগঙ্গায় সমস্ত নিষ্কাশন পথ বন্ধ করে দেওয়ার জন্য ২০১১ সালের ১ জুন দেওয়া এইচসির নির্দেশনা ওয়াসা মানেননি। শুধু তাই নয়, ওয়াসার অনেকগুলি নিষ্কাশন পথ নদীর সাথে যুক্ত রয়েছে এই সত্য অস্বীকার করে সম্প্রতি ওয়াসার এমডি হাইকোর্টের কাছে একটি মিথ্যা প্রতিবেদন জমা দিয়েছেন। যদিও তিনি এইচসির কাছে ক্ষমা প্রার্থনা জমা দিয়েছেন, এটি যথেষ্ট নয়।
We hope that Wasa, being a responsible state agency, would comply with all the HC directives and take effective steps to clean and save Buriganga. That also means they must immediately seal off the sewerage lines connected with the river.
আমরা আশা করি যে ওয়াসা একটি দায়িত্বশীল রাষ্ট্রীয় সংস্থা হওয়ায় উচ্চ আদালতের সমস্ত নির্দেশনা মেনে চলবে এবং বুড়িগঙ্গা পরিষ্কার ও সংরক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এর অর্থ হলো তাদের অবশ্যই নদীর সাথে জড়িত নিষ্কাশন পথগুলি অবিলম্বে বন্ধ করে দিতে হবে।