Studypress Blog

পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রশ্ন ও সমাধান

25 Jan 2022

১.বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' কার উপাধি?
Ans: সত্যেন্দ্রনাথ দত্ত
২.বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান 'চলন্তিকা' এর প্রণেতা কে ?
Ans: রাজশেখর বসু
৩.'শ্ৰীকৃষ্ণকীর্তন' কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন ?
Ans: মধ্যযুগ
৪.সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে?
Ans: ৪টি
৫.উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধনীগুলো কত ভাগে বিভক্ত ?
Ans: ৫
৬.নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ ?
Ans: মনমাঝি
৭.'নিষ্পত্তি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ans: নিঃ+পত্তি
৮.'তামাক' শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে ?
Note : এটি দেশি শব্দ
৯.'বীজন' শব্দের অর্থ কী ?
Ans: পাখা
১০.কোনটি দেশি শব্দ ?
Ans: ঢেঁকি
১১.'Practice makes a man perfect’-
Ans: গাইতে গাইতে গায়েন
১২.'বানি' শব্দের অর্থ কী ?
Ans :স্বর্ণকারের মজুরি
১৩.'দুই হাত যারসমান চলে '- এর বাক্য সংকোচন কোনটি ?
Ans :সব্যসাচী
১৪.'Consul' এর বাংলা পরিভাষা কোনটি?
Ans :বাণিজ্যদূত
১৫.নিচের কোনটি অপর  তিনটি হতে ভিন্ন?
Ans :মধুকর
১৬.নিত্য সমাসের উদাহরণ ?
Ans :দর্শনমাত্র
১৭.'ফুলে ফুলে ভরেছে বাসর' -কোন কারকে কোন বিভক্তি ?
Ans :করণে ৭মী  
১৮.'আঁশিটা বছর কেটে গেলো,আমি ডাকিনি তোমায় কভু ,আমার ক্ষুদার অন্ন তা' বলে বন্ধ করোনি প্রভু' -চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ ?
Ans:মানুষ
১৯.নিচের কোন বানানটি শুদ্ধ ?
Ans: জ্যেষ্ঠ
২০.'চাঁদের পাহাড়' কার রচনা?
Ans:বিভূতিভূষণ বন্ধোপাধ্যায়
21.In the interest _ safety,smokingis forbidden.
Ans: of
22.What is the synonym of ‘lunatic’?
Ans:mad
23.Which of the following is in plural form?
Ans:media
24.There were _ guests than I expected.
Ans: fewer
25.Safina wore a beautiful necklace made _ silver.
Ans: of
26.‘Brain-box’ means-
Ans:intelligent person
27.Which one of the following words is in feminine form?
Ans:nun
28.The plural form ‘ox’ –
Ans: oxen
29.Which one of the following words is a neuter gender?
Ans:table
30.Which one is not synonym of ‘definite’?
Ans:vague
31.‘We read novels’- passive voice form-
Ans: Novels are read by us
32.Find the pair of words similar to Hospital:Patient -\
Ans:Restaurant: Customer
33.The synonym of ‘exposed’ is –
Ans:open
34.The antonym of ‘pure’ is :
Ans: adulterated
35.Which is correctly spelt?
Ans: coffee
36.The act of doing deliberate damage to something is called-
Ans: sabotage
37.Many a little pickle makes a _ .Fill the blank space
Ans:mickle
38.‘Pay careful attention to something’is meant by word-
Ans:heed
39.‘In black and white’ means-
Ans:In writing
40.It is time for _ his bad habits.
Ans: changing
41. ২০,২৩,২৬,২৯,.... ধারাটির ৩১তম পদ কত ?
Ans: ১১০
৪২.১ হতে ৫০এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে ?
Ans:১৫টি
৪৩.কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৬৬০০টাকা হয়।মুনাফা আসলের ৩/৮ অংশ হলে,আসলের পরিমাণ কত ?
Ans:৪৮০০টাকা
৪৪.নিচের ভগ্নাংশোগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম ?
Ans:৭৫/১০০
৪৫.৮৪টাকা কত টাকার ৮.৭৫%?
Ans:৯৬০
৪৬.১.৮ হেক্টর সমান কত একর ?
Ans:৪.৫
৪৭.a+b=8 ও ab=15 হলে a^2-b^2 সমান কত ?
Ans: 16
৪৮.৪:১৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি ?
Ans: ২:৪
৪৯.ব্যাসার্ধ ২০% হ্রাস পাওয়াতে ১টি বৃত্তের ক্ষেত্রফল কতটুক হ্রাস পেল?
Ans :৩৬%
৫০. x=-3 হলে 9x^2+17x+25 এর মান কত ?
Ans:55
৫১. x/3-x/5=2 এর সমাধান নিচের কোনটি?
Ans:15
৫২.কোন সংখ্যার একতৃতীয়াংশ ও একচতুর্থাংশ এর পার্থক্য ২.৫?
Ans: ৩০
53.If 2^4y=256,then 3^y equals-
Ans: 9
54.x^2- √5x +1=0,find value of x^2- 1/x^2.
Ans: √5
৫৫.২০জনে যে সময়ে ১টি কাজ করতে পারে ,কর্মী সংখ্যা ৬০ শতাংশ কমে যাওয়ায় কাজটি শেষ করতে কতগুণ সময় বেশি লাগবে ?
Ans:২.৫
৫৬.এ বছর কোন তারিখে  পালন করা হয়েছে?
Ans: ৫মে
৫৭.স্বাধীনতা যুদ্ধে সমগ্র রণাঙ্গনকে কতটি সেক্টরে বিভক্ত করা হয় ?
Ans: ১১টি
৫৮.মানুষের শরীরে কত জোড়া ক্রোমোসোম রয়েছে ?
Ans : ২৩
৫৯.বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত?
Ans:৩৫০
৬০.বাংলাদেশের জনসংখা বৃদ্ধির হার কত?
Ans : ১.১%
৬১.২০১৮ সালে কততম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
Ans:২১
৬২.Ebola  কী ?
Ans: ভাইরাস
৬৩.চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় -
Ans: বায়োইনফরমেটিক্স ।
৬৪.জনসংখার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ রাষ্ট্র ?
Ans: ৮ম
৬৫.সবচে ঘনবসতিপূর্ণ দেশ?
Ans: মোনাকো
৬৬.DNA ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয় -
Ans:বায়ােইনফরমিেটক্স।
৬৭.বাংলাদেশ আওয়ামীলীগ কোন সনে প্রতিষ্ঠিত হয়?
Ans :১৯৪৯
৬৮.টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বশেষ রাঙ্কিং কত ?
Ans: ৮ম
৬৯.এখন হিজরি সনের কততম মাস চলছে ?
Ans: ৮ম
৭০.বিশ্ব জনসংখা দিবস কোনটি ?
Ans: ১১জুলাই

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs