Studypress Blog

রবীন্দ্রনাথ ঠাকুর

01 Jan 2022

রবীন্দ্রনাথ ঠাকুর
জন্ম : ৭ই মে, ১৮৬১
মৃত্যু : ৭ আগস্ট, ১৯৪১

o কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? গোরা
o কোনটি রবীন্দ্রনাথের রচিত নাটক? রক্তকরবী
o কোনটি কাব্যগ্রন্থ নয়? শেষের কবিতা 
o পদাবলী কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর 
o প্রমথ চৌধুরীর কোন বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিল? চলিত ভাষার ব্যবহারে
o বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর
o বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তার জাতীয় সংগীত হিসেবে নির্বাচিত করেছে? ভারত
o ভানুসিংহের পদাবলীর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর 
o রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? ১৯১৯
o রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি? চ-ালিকা
o রবীন্দ্রনাথ শ্রী নিকেতন প্রতিষ্ঠা করেন? ১৯০১ সালে
o রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী 
o রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা
o রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ 
o রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? বৌ ঠাকুরানীর হাট
o রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগন্থ কোনটি? বনফুল 
o রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি? ২২শে শ্রাবণ
o রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের কোন ভাষাবিদের নাম পাওয়া যায়? সুনীতি কুমার চট্টোপাধ্যায়
o রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়? ৩ মার্চ ১৯৭১
o রবীন্দ্রনাথ ঠাকুরের ‘উর্বশী’ কবিতাটি কোন কাব্যের অমত্মর্গত? চিত্রা
o রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি 
o রবীন্দ্রনাথ ঠাকুর কোন তারিখে জন্মগ্রহণ করেন? ২৫ বৈশাখ 
o রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন? বৃক্ষ
o রবীন্দ্রনাথ ঠাকুর ‘সোনার তরী’ কোথায় রচনা করেন? শাহজাদপুর 
o রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত 
o রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পূরবী’ কাব্য কাকে উৎসর্গ করেছিলেন? ভিক্টোরিয়া ওকামাপা 
o রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন? তাসের দেশ 
o রবীন্দ্রনাথ তাঁর কোন রচনা কাজী নজরম্নল ইসলামকে উৎসর্গ করেন? বসমত্ম 
o রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটি? মহুয়া
o রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হলো ডাকঘর
o রবীন্দ্রনাথের ‘সোনার তরী' কবিতা কোন্ ছন্দে রচিত? মাত্রাবৃত্ত
o ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই।’ এ বাক্য যে গল্পে রয়েছে তার নাম― জীবিত ও মৃত
o কাজী নজরম্নল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন― সঞ্চিতা 
o কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ প্রকাশিত হয়? পনের 
o গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন- ইয়েটস 
o ‘দুই বিঘা জমি’ কবিতাটি রচনা করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর 
o ‘খেয়া’ রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ
o ‘গোরা’ উপন্যাসের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর
o ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’ রবিন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষলেখা
o ‘অর্পণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? বিসর্জন 
o ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ পঙক্তিটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর 
o ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রসঙ্গীতের প্রথম কত পঙক্তি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত? ১০ 
o ‘আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর’-কোন কবিতার চরণ? নির্ঝরের স্বপ্নভঙ্গ 
o ‘পঞ্চভূত’ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর
o ‘বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান-বৃষ্টি পড়ে টাপর টুপুর, নদের এল বান। পঙক্তিটির রচয়িতা কে? রবীন্দ্রানাথ ঠাকুর 
o ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি’র রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর
o ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি 
o ‘মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।’-পঙ্ক্তিটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর 
o ‘মা তোর বদনখানি মলিন হলে, আমি-ভাসি’ শূন্যস্থান পূরণ করম্নন। নয়ন জলে
o ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’-কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর 
o ‘মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায়না।’ কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর
o ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’-চরণটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর 
o ‘রক্তকরবী’ ও রক্তাক্ত প্রামত্মর’ লিখেছেন যথাক্রমেরবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
o ‘রতন’ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? পোস্টমাস্টার
o ‘কালের যাত্রা’ নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর
o ‘কুমুদিনী’ কোন উপন্যাসের নায়িকা? যোগাযোগ 
o ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর
o ‘গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়’। উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, শেষের কবিতা’ উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? অমিত রায় 
o ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা 
o ‘চতুরঙ্গ’ গ্রন্থটি একটি- উপন্যাস
o ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর
o ‘ছিন্নপত্রে'র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী 
o চারম্ন ও অমল চরিত্রদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র? নষ্টনীড় 
o কোনটি রবীন্দ্রনাথের লেখা উপন্যাস? চতুরঙ্গ
o কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? জীবনের জলছবি 
o বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? ১৯১৩
o বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর

Govt Jobs

Bank Jobs

Viva Jobs