Studypress Blog

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সমাধান

26 Dec 2021

১. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল-মতিউর রহমান

২. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত- আব্রাহাম লিংকন

৩. অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ কাল-২০১২

৪. X^-3 -.001= 0 হলে x^2=? 100

৫. কৈশর এর প্রকৃতি ও প্রত্যয়- কিশোর + ষ্ণ

৬. Out and out means- Thoroughly

৭. ৬৫৫৮ এর সাথে কোনটি যোগ করলে এটি পুর্ণবর্গ সংখ্যা হবে- ৩

৮. The word gravity is- Noun

৯. ১ থেকে ৯৯ সংখ্যার গড় কত- ৫০

১০. Correct spelling- achievement

১১. কোনটি বৃহত্তম- ৪/৩

১২. কপোল এর প্রতিশব্দ-গাল

১৩. শতকরা কত হার সুদে ২৫ বছরে কোন মূলধন সুদেমুলে ৪ গুন হবে- ১২%

১৪. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন- মুহম্মদ বিন তুঘলক

১৫. একটি বৃত্তের যেকোন দুটি সংযোগ রেখাকে কি বলে- জ্যা

১৬. লাজওয়াব শব্দে লা কোন উপসর্গ- আরবি

১৭. রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘন্টায় ৪৫ কিঃ মিঃ বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?- ১২ সেকেন্ড

১৮. The chain was—–than we thought. – Stronger

১৯. শুদ্ধ বানান- বুদ্ধিজীবী

২০. স্বাধীনতা যুদ্ধকালে অস্থায়ী সরকার গঠিত হয়- ১৭ এপ্রিল

২১. আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি- মুক্তিযুদ্ধ

২২.নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস- কার্বন ডাই অক্সাইড

২৩. Passive form of – He is going to open a shop- A shop is going to be opened by him

২৪.যার দুই হাত সমান চলে- সব্যসাচী

২৫. ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ – ৮ ফালগুন

২৬.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন

২৭.  এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, বাক্যটি কোন কালের–  ঘটমান বর্তমান

২৮. ক্ষুৎপিপাসা সন্ধি বিচ্ছেদ- ক্ষুধ+পিপাসা

২৯. বাংলাদেশের বীরত্বসূচক উপাধির মধ্যে ২য় কোনটি- বীর উত্তম

৩০. ৩০.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন

৩১. সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস

৩২. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? -১৮১

৩৩. The Train—-From Rangpur. –Has already started 

৩৪. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?- ৪০°
কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি 
সমকোণী ত্রিভুজে একটি সমকোণ থাকে, যার পরিমান ৯০ ডিগ্রি 
আরেকটি কোণ ৫০ ডিগ্রি হলে, অপরটি ৪০ ডিগ্রি 
৩৫. He lives---- comfortable life.-- A
৩৬. এ বিশ্বকে শিশুর মত বসবাস যোগ্য করে যাব আমি---- সুকান্ত ভট্টাচার্য
৩৭. দূর প্রাচ্যের দেশ ---জাপান
৩৮. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অংগীকার ব্যক্ত আছে--- ১৭
৩৯. Shakespeare is mostly known for his-- Drama
৪০.সন্ধি বিচ্ছেদ করুন কথাচ্ছলে – কথা+ছলে
৪১.বরেন্দ্রভূমি নামে পরিচিত- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ
৪২. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে , কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে- ৩০ দিনে
১৫ জন ১/২ অংশ শেষ করে ২০ দিনে 
১ জন্যে ১/২ অংশ শেষ করে ২০*১৫ দিনে 
১ জন ১ অংশ শেষ করে ২০*১৫*২ দিনে 
২০ জন ১ অংশ শেষ করে (২০*১৫*২)/২০ = ৩০ দিনে 
৪৩.বিরাম চিহ্ন এর মধ্যে পূর্ণচ্ছেদ- দাঁড়ি
৪৪. Man of straw meaning-Worthless Man
৪৫. একটি সমবাহু ত্রিভুজে একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত- কোনটিও নয়- (সঠিক ৬৪√৩)সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =  √(3/4)a²
৪৬.বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ- জীবনানন্দ দাশ
৪৭.If we want concrete proof, we are looking for- Clear evidence
৪৮.যদি X+3Y= 40 এবং Y=3X তবে y=? -১২
৪৯.সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তিকটি হবে- আয়তক্ষেত্র
৫০. one should be careful about —duty. -Ones
৫১. Nine Men were concerned —the plot. – in/with (confused)
৫২. Indirect narration- Farida told her mother that she would go to bed then.
৫৩. A pilgrim is a person who undertakes a journey to ——. Holy Place
৫৪.মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- স্ফিগমোম্যাননোমিটার
৫৫. A voyage to lilliput written by – Jonathan swift
৫৬.নোবেল পুরুস্কার প্রবর্তকের মূল আবিস্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়- ধ্বংসের জন্য
৫৭.ঈস্ট কি- একটি ছত্রাক
৫৮.নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি- ঔ
৫৯. Which of the noun used as feminine form- Moon

৬০.নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেই এড্রেস- rasel@yahoo.com

৬১.ভিটামিন সি এর রাসায়নিক নাম কি –আসকরবিক এসিড

৬২.কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি করা হতো- মুঘল আমলে

৬৩.৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে টুকড়া করা হয়েছে। ছোট টুকরাটি কত মিটার- ৯মিটার
৬০ এর ৩/২০ মিটার = ৯ মিটার 

৬৪.৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয় । ব্যাগটি কত টাকায় বিক্র্য করলে ১০% লাভ হবে- ৭৯২
ক্রয়মূল্য ৭২০ টাকা, তাহলে ১০% লাভ এ বিক্রয়মূল্য ৭৯২ টাকা 

৬৫.৩/৪ ৪/৫ ৫/৬ এর গসাগু কত- ১/৬০

৬৬.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-উ থান্ট

৬৭.জনসংখ্যায় ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট- মালদ্বীপ

৬৮.৭ এর গুণিতকের সেট কোন ধরণের সেট- অসীম সেট
৭ এর গুণিতক সেট ৭,১৪,২১,২৮,.....

৬৯.১৯৪৩ সালের দূর্ভীক্ষের উপরে ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী- শিল্পাচার্য জয়নুল আবেদীন

৭০.যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ – দেদীপ্যমান

৭১.কম্পিউটারের স্থায়ী স্মৃতি- Rom

৭২. সন্ন্যাসী এর বিপরীত শব্দ – গৃহী

৭৩. রাবনের চিতা বাগধারার অর্থ- চির অশান্তি

৭৪. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়-বেতার

৭৫. Nasima arrived, while I——the dinner. – Was cooking

৭৬. ডাক্তার ডাক বাক্যটিতে “ডাক্তার” কোন কারকে কোন বিভক্তি- কর্মকারকে শূন্য বিভক্তি

৭৭. ১ মিলিমিটার ১ কিলোমিটার কত অংশ- ১/১০০০০০০
১ কিলোমিটার =১০০০ মিটার 
১ মিটার =১০০০ মিলিমিটার 
তাহলে, ১ কিলোমিটার = ১০০০*১০০০ = ১০০০০০০ মিলিমিটার 

৭৮. Synonym of Tenuous- Thin

৭৯. The invigilator made us——our identity card at test center. – Show

৮০. Correct sentence- The Padma is the longest river in Bangladesh.

Govt Jobs

Bank Jobs

Viva Jobs