Studypress Blog

শতকরা

21 Dec 2021

শতকরা শুনে অনেকেই ভয় পান। কিন্তু শতকরা ভগ্নাংশ ছাড়া আর কিছুই নয়। শতকরা বলতে বুঝায় ১০০ এর মধ্যে কত।

৭০% মানে ১০০ তে ৭০।

তাহুলে, ৫০০ এর ৭০% হল ৭০*৫০০/১০০ = ৩৫০।

সাধারণত শতকরা একটি সংখ্যার সাথে থাকে। যেমন, মোট ছাত্রের ২০% কিংবা বেতনের ৭০%।

শতকরার মজার ব্যাপার হল,

৭০% কে লিখতে পারেন .৭;

৮০% কে লিখতে পারেন .৮।

কেন এমন??

আগেই বলেছি শতকরা মানে ১০০ এর মধ্যে। ৭০% মানে ৭০/১০০ = .৭

এটি সহজে গুণ করতে কাজে লাগে।

৫০০০ এর ৫০% কত? ৫০০০* ০.৫=২৫০০

৭০ এর ৩০% কত? ৭০*০.৩= ২১

শতকরা কেন দরকার?

ধরুন আপনি একটি পরীক্ষায় ৫৭ পেলেন। অন্য একটি পরীক্ষায় ৪৭ পেলেন। কোনটিতে আপনি ভাল করেছেন?

মনে হতে পারে ৫৭ তে।

এখন মনে করুন, আপনি ৫৭ পেয়েছেন ৭৫ এ আর ৪৭ পেয়েছেন ৫০ এর মধ্যে।

এবার বলুন কোনটিতে ভাল করেছেন?

এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আপনাকে দুইটি পরীক্ষার মোট নাম্বারকে তুলনামূলক একটি সংখ্যাতে নিয়ে আসতে হবে। শতকরার প্রথম প্রয়োজন এখানে।

৭৫ এ ৫৭ পেলে ১০০ তে পেয়েছেন, ৫৭*১০০/৭৫ = ৭৬ অর্থাৎ ৭৬%

৫০ এ ৪৭ পেলে ১০০ তে পেয়েছেন, ৪৭*১০০/৫০= ৯৪ অর্থাৎ ৯৪%

এবার নিজেই বুঝুন, ৯৪% দিয়ে কি বুঝায়।

আপনার অফিসে বেতন ৭০০০ টাকা। আপনি বাড়ী ভাড়া বাবদ পান আরো ৩০%। আপনি এই খাতে কত টাকা পাবেন?

সহজ ভাবে দেখুন,

১০০ টাকায় পাই ৩০ টাকা

১ টাকায় পাই ৩০/১০০ টাকা

৭০০০ টাকায় পাই ৭০০০*৩০/১০০ টাকা = ২১০০ টাকা।

একটু তাড়াতাড়ি করতে চান,

৭০০০ টাকার ৩০% = ৭০০০*.৩ = ২১০০ টাকা।

এখন, বলুন তো কত টাকার ৬০% ৩৬০ টাকা?

প্রশ্নটি লিখুন,

কত টাকার ৬০%; এখানে কি বের করতে হবে?? ঐকিক নিয়মে যেই সংখ্যা বের করতে হবে তা আপনার হাতের ডান পাশে রাখুন।

৬০% কত টাকার।

৬০ টাকা হয় ১০০ টাকায়

১ টাকা হয় ১০০/৬০ টাকায়

৩৬০ টাকা হয় ১০০*৩৬০/৬০ = ৬০০ টাকায়।।

দ্রুত করতে চান?

কত টাকা (এ)র ৬০% =৩৬০

কত টাকা= ৩৬০/৬০% = ৩৬০/.৬ = ৬০০

Govt Jobs

Bank Jobs

Viva Jobs