Studypress Blog

৩৯তম বিসিএস প্রস্তুতি : বাংলা

17 Dec 2021

৩৯তম বিসিএস এর সিলেবাস অনুযায়ী বাংলা থেকে ২০টি প্রশ্ন আসবে।
মান বন্টন নিম্নরূপ :

  • ভাষা     ১৫
    • প্রয়োগ-অপপ্রয়োগ    
    • বানান ও বাক্যশুদ্ধি    
    • পরিভাষা    
    • সমার্থক শব্দ    
    • বিপরীতার্থক শব্দ    
    • ধ্বনি    
    • বর্ণ    
    • শব্দ    
    • পদ    
    • বাক্য    
    • প্রত্যয়    
    • সন্ধি    
    • সমাস    
  • সাহিত্য     ৫
    • প্রাচীন ও মধ্যযুগ     
    • আধুনিক যুগ    

বানান ও বাক্যশুদ্ধি    

বাংলা বানান,প্রয়োগ-অপপ্রয়োগ ও বাক্যশুদ্ধি – প্রতিবছরই এ অংশ থেকে ২-৪ টি প্রশ্ন এসে থাকে। বাক্যশুদ্ধির জন্য নিম্নোক্ত কয়েকটি বিষয়ের দিকে ভালভাবে খেয়াল রাখবেন –

- বানান,
- সাধু চলিত মিশ্রণ,
- বাচ্য জনিত ভুল,
- বাহুল্যজনিত ভুল,
- লিঙ্গজনিত  ভুল,
- প্রবাদ-প্রবচনজনিত ভুল,
- বচনঘটিত ভুল,
- সমাসঘটিত ভুল,
- প্রত্যয়জনিত ভুল

বাক্য নিয়ে কয়েকটি ভুল দেখি আমরা
অশুদ্ধবাক্য   : লক্ষ লক্ষ জনতারা সব সভায় উপস্থিত হয়েছিল।
শুদ্ধবাক্য     : লক্ষ লক্ষ জনতা সভায় উপস্থিত হয়েছিল।

অশুদ্ধবাক্য   : সব পাখিরা ঘর বাঁধে না।
শুদ্ধবাক্য     : সব পাখি ঘর বাঁধে না।

অশুদ্ধবাক্য   : যেসব ছাত্রদের নিয়ে কথা তারা বখাটে।
শুদ্ধবাক্য     : যেসব ছাত্রকে নিয়ে কথা তারা বখাটে।

অশুদ্ধবাক্য   : যেসব অর্থহীন বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের পরে বসে শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।
শুদ্ধবাক্য     : যেসব অর্থহীন বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের পরে বসে শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে।

অশুদ্ধবাক্য   : আমরা এমন কিছু মানুষদের চিনি, যারা এখনও দেশের জন্য প্রাণ দেবে।
শুদ্ধবাক্য     : আমরা এমন কিছু মানুষকে চিনি যারা এখনও দেশের জন্য প্রাণ দেবে।

অশুদ্ধবাক্য   : ক্লাসে যে ১০ জন ছাত্র আছে তার মধ্যে ৮ জনই ভালো ছাত্র।
শুদ্ধবাক্য     : ক্লাসে যে ১০ জন ছাত্র আছে তাদের মধ্যে ৮ জনই ভালো ছাত্র।

অশুদ্ধবাক্য   : কিছু কিছু মানুষ আছে যে অন্যের ভালো দেখতে পারে না।
শুদ্ধবাক্য     : কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না।


আজকে আমরা বানান নিয়ে আলোচনা করবো -

বানান  :  বাংলা বানানের কয়েকটি নিয়ম জানলে আপনি বানানের অধিকাংশ প্রশ্নের উত্তর পারবেন। কিছু বানান আপনাকে মুখস্থ করতে হবে।  

১. দূরত্ব বোঝায় না এরূপ শব্দে উ-কার যোগে 'দুর' ('দুর' উপসর্গ) বা 'দু+রেফ' হবে। যেমন— দুরবস্থা, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্দান্ত, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল, দুর্জয় ইত্যাদি।
২. দূরত্ব বোঝায় এমন শব্দে ঊ-কার যোগে 'দূর' হবে। যেমন— দূর, দূরবর্তী, দূর-দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দূরবীক্ষণ ইত্যাদি।
৩. পদের শেষে '-জীবী' ঈ-কার হবে। যেমন— চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী ইত্যাদি।
৪. পদের শেষে '-বলি' (আবলি) ই-কার হবে। যেমন— কার্যাবলি, শর্তাবলি, ব্যাখ্যাবলি, নিয়মাবলি, তথ্যাবলি ইত্যাদি।
৫. 'স্ট' এবং 'ষ্ট' ব্যবহার: বিদেশি শব্দে 'স্ট' ব্যবহার হবে। বিশেষ করে ইংরেজি st যোগে শব্দগুলোতে 'স্ট' ব্যবহার হবে। যেমন— পোস্ট, স্টার, স্টাফ, স্টেশন, বাসস্ট্যান্ড, স্ট্যাটাস, মাস্টার, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফাস্ট, লাস্ট, বেস্ট ইত্যাদি। ষত্ব-বিধান অনুযায়ী বাংলা বানানে ট-বর্গীয় বর্ণে 'ষ্ট' ব্যবহার হবে। যেমন— বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, মিষ্টি, নষ্ট, কষ্ট, তুষ্ট, সন্তুষ্ট ইত্যাদি।
৬. 'পূর্ণ' এবং 'পুন' (পুনঃ/পুন+রেফ/পুনরায়) ব্যবহার : 'পূর্ণ' (ইংরেজিতে Full/Complete অর্থে) শব্দটিতে ঊ-কার এবং র্ণ যোগে ব্যবহার হবে। যেমন— পূর্ণরূপ, পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ ইত্যাদি। 'পুন' (পুনঃ/পুন+রেফ/পুনরায়— ইংরেজিতে Re- অর্থে) শব্দটিতে উ-কার হবে এবং অন্য শব্দটির সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে। যেমন— পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা, পুনঃপ্রবেশ, পুনঃপ্রতিষ্ঠা, পুনঃপুন, পুনর্জীবিত, পুনর্নিয়োগ, পুনর্নির্মাণ, পুনর্মিলন, পুনর্মিলনী, পুনর্লাভ, পুনর্মুদ্রিত, পুনরুদ্ধার, পুনর্বিচার, পুনর্বিবেচনা, পুনর্গঠন, পুনর্বাসন ইত্যাদি।
৭. পদের শেষে'-গ্রস্থ' নয় '-গ্রস্ত' হবে। যেমন— বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি।
৮. অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে ই-কার হবে। যেমন— অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি ইত্যাদি।
৯. 'কে' এবং '-কে' ব্যবহার: প্রশ্নবোধক অর্থে 'কে' (ইংরেজিতে Who অর্থে) আলাদা ব্যবহার হয়। যেমন— হৃদয় কে? প্রশ্ন করা বোঝায় না এমন শব্দে '-কে' এক সাথে ব্যবহার হবে। যেমন— হৃদয়কে আসতে বলো।
১০. বিদেশি শব্দে ণ, ছ, ষ ব্যবহার হবে না। যেমন— হর্ন, কর্নার, সমিল (করাতকল), স্টার, আস্‌সালামু আলাইকুম, ইনসান, বাসস্ট্যান্ড ইত্যাদি।
 
 

পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে আপনাকে অনেক পড়তে হবে এবং সেই সাথে নিজের প্রস্তুতি কেমন সেটাও বুঝতে হবে।
- স্টাডিপ্রেসে পাচ্ছেন পড়ার এবং নিজেকে যাচাই করার সুযোগ।  
- প্রত্যেক অধ্যায়ে  আছে অসংখ্য কুইজ, যতক্ষণ না নিজের ফলাফল মনমতো হচ্ছে ততক্ষণ দিন কুইজ।  
- ভুলগুলো একসাথে দেখে আবার পড়ুন।
- কঠিন প্রশ্ন একসাথে রাখুন।
- মোবাইল এপ্লিকেশন ব্যবহার করে চলতি পথে পড়তে পারবেন।  

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs