Studypress Blog
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি: সাধারণ জ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
15 Oct 2021
- ঘােড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম - Ans: ইউরিয়া
- প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী ১৯৮৪ সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল - Ans: ৫ম
- রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়- Ans: ১৯৫৩সালে
- পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? Ans: ৩০৯টি
- কোন মােঘল সম্রাট ‘জিজিয়া কর’ রহিত করেন? Ans: আকবর
- পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? Ans: ১৯৫৩ সালে
- সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে? Ans: ১৮৩৫ সালে
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় - Ans: ১ সেপ্টেম্বর, ১৯৩৯
- গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০° পূর্বদিকে বস্থিত স্থানের সময় হবে - Ans: রবিবার দুপুর ১২টা
- সুমাত্রা দ্বীপটি অবস্থিত- Ans: ভারত মহাসাগরে
- চাঁদে কোন জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের- Ans: ৬ ভাগের ১ ভাগ
- আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম- Ans: লুব্ধক
- পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানাে যায় না, কারণ- Ans: পেট্রোল পানির চেয়ে হালকা
- আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? Ans: ৫%
- পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মােট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? Ans: ২৫ভাগ
- বহুমূত্র রােগে কোন হরমােনের দরকার হয়? Ans: ইনসুলিন
- হার্ডডিস্ক মাপার একক হল- Ans: গিগাবাইট
- পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণকে বলা হয়- Ans: সােডা ওয়াটার
- কোন ধাতর গলনাঙ্ক সবচেয়ে কম? Ans:পারদ