Studypress Blog
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি: গণিত থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
14 Oct 2021
- একজন মাঝি স্রোতের অনুকূলে ১ ঘন্টায় ৩ মাইল যায় এবং ৩ ঘন্টায় যাত্ৰাস্থানে ফিরে আসে। তার মােট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত? Ans: ৩/২
- ১ থেকে ৫১ পর্যন্ত ক্ৰমিক সংখ্যাগুলাের গড় কত? Ans: ২৬
- কোন পরীক্ষায় ৮৫% পরীক্ষার্থী পদার্থবিদ্যায়, ৮১%, পরীক্ষার্থী রসায়নশাস্ত্রে এবং ৭৬% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে।শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? Ans: ১০ জন
- একজন দোকানদার ১০% লাভে একটি জিনিস ৫৫ টাকায় বিক্রি জিনিসটির ক্রয়মূল্য কত? Ans: ৫০ টাকা
- একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে - Ans: ৮
- বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে- Ans: ১৩ সেমি
- একটি গ্রামের লােকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লােকসংখ্যা কত ছিল? Ans: ১৪০০
- (০.১X০.২X০.০০৩)/(০.০১X০.০২X০.০৩) এর মান কত? Ans: ১০
- নিচের ভগ্নাংশগুলাের মধ্যে কোনটি বৃহত্তম? Ans: ৭/৯
- ৩৫ লিটার অটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪:৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল অকটেনের অনুপাত ৪ঃ৫হবে? Ans: ১০ লিটার
- একজন লােক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে - Ans: ৯:১
- লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কিমি ও ৪ কিমি।নদীপথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্ৰাস্থানে ফিরে আসতে সময় লাগবে- Ans: ১০ ঘন্টা
- যদি ১২ জন শ্ৰমিক ৪ দিনে ২৮৮০ টাকা আয় করে, তবে ৮ জন শ্ৰমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে? Ans: ৬ দিনে
- x2-y2+2y-1 এর একটি উৎপাদক - Ans: x+y-1
- a-1/a =3 হলে, a3-1/a3এর মান হবে- Ans: 36