Studypress Blog

১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায় - ২) প্রিলি প্রস্তুতি : বাংলা থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ( উত্তর সহ ) । পর্ব- ২

15 Aug 2021

  • ‘রাজপথ’ এর ব্যাসবাক্য কোনটি হবে? Ans: পথের রাজা
  • ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? Ans: মত+ঐক্য
  • কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না? Ans: কবিরাজ
  • বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি? Ans: ১২টি
  • ‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি? Ans: অপকর্ষ
  • সাধারন অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে কি বলে? Ans: বাগবিধি
  • অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে? Ans: ভাবের ওপর
  • ‘A to Z’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? Ans: সম্পূর্ণভাবে
  • ‘অন্ধজনে দেহ আলো’ বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি? Ans: সম্প্রদানে ৭মী
  • ‘যা বলা হয়নি’ এক কথায় প্রকাশ কী হবে? Ans: অনুক্ত
  • জল পড়ে, পাতা নড়ে – নিন্ম রেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? Ans: কর্মে শূন্য
  • তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি- Ans: যৌগিক বাক্য
  • To err is human- Ans:মানুষ মাত্রই ভুল করে |
  • শকুনি মামা এর অর্থ- Ans: কুচক্রী লোক
  • বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে? Ans: প্রমথ চৌধুরী
  • ‘উপভাষা’ কোন সমাসের উদাহরণ? Ans: অব্যয়ীভাব সমাস
  • This collar is too limp এর অর্থ- Ans: এই কলারটি বড্ড নরম |
  • ‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ- Ans: ষট+ঋতু
  • বাক্য কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? Ans: হাইফেন

Govt Jobs

Bank Jobs

Viva Jobs