Studypress Blog
Question Solutions of 8 bank MCQ Test- 2018
14 Aug 2021
- ৫ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৩:১। ১৫ বছর পরে পিত পুত্রের বয়সের অনুপাত হবে ২:১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? Ans: ৬৫,২৫
- একটি কোম্পানির ৪৬% কর্মচারী পুরুষ। যদি ৬০% কর্মচারী ইউনিয়ন করে এবং এর মধ্যে ৭০%
- পুরুষ হয় ,তাহলে শতকরা কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না? Ans: ৩৬%
- একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুন বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ? Ans: ৪ গুন্
- দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৭। অন্যদোয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাই তা প্রদত্ত সংখ্যা থেকে ৯ বেশী। সংখ্যাটি কত ? ৩৪
- সবচেয়ে বড় সংখ্যা কোনটি?১৪/১৮
- ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? Ans: ৪
- ১০০০ টাকা ১২% চক্রবৃদ্ধি মুনাফা হরে বিনিয়োগ করলে ২ বছর পরে লাভসহ কত হবে? Ans: ১২৫৪.৪০ টাকা
- কোন আসল ৩ বছরে মুনাফাসহ ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলে ৩/৮ অংশ হলে মুনাফার হার কত? Ans: ১২.৫০%
- বার্ষিক ১০% লাভে ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হরে মুনাফা পাওয়া যাবে? Ans: ৯.২%
- কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৪ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার স্টোর ২৫ জন হলে,২ বছর পর জনসংখ্যা কত হবে? Ans: ৬২৫০০০