Studypress Blog

১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায় - ২) প্রিলি প্রস্তুতি : সাধারণ গণিত থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ( উত্তর সহ ) । পর্ব- ৪

04 Aug 2021

  • প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩৷ দ্বিতীয় সংখ্যাটি কত? Ans: ৭
  • ৭টি সংখ্যার গড় ১২। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১১। বাতিলকৃত সংখ্যাটি কত? Ans: ১৮
  • ৯০ কোন সংখ্যার ৭৫%? Ans: ১২০
  • বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে-আসলে ১০৩৬ টাকা হবে? Ans: ৭০০ টাকা
  • x/y - এর সাথে কত যোগ করলে যোগফল 2y/x হবে? Ans: 2y^2-x^2/xy
  • 1-a2+2ab+b2 এর উৎপাদক কোনটি? Ans: (1+a-b)(1-a+b)
  • 4x+ 1 = 2x-2 হলে, x এর মান কত? Ans: -4
  • 32 এর 2 ভিত্তিক লগারিদম কত? Ans: 5
  • x-এর মান কত হলে a(x-a) = b(x-b) হবে? Ans: a +b
  • যদি 2x^2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হয়, তবে n-এর মান কত? Ans: ৪√৩
  • সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? Ans: 13:12:5
  • 33√(a3) = কত? Ans: a1/3
  • দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ হলে, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? Ans: ৯ : ৪
  • তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত? Ans: ১৬৪০
  • একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪ সে.মি. এবং ৬ সে.মি.। এর ক্ষেত্রফল কত? Ans: ১২ বর্গ সে.মি
  • একটি কোণের দ্বিগুণ ৬০° হলে কোণটির পূরক কোণ কত? Ans: ৬০°
  • সমবাহু ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য ১০ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? Ans: ২৫√৩ বর্গ সে.মি
  • x^2+5x, x^2 - 25, x^2+ 7x + 10 এর গ.সা.গু কত? Ans: x+5
  • x + 1/x = √5 হলে, x^3 + 1/x^3 Ans: 2√5
  • এক ডজন কলার দাম ৩০ টাকা হলে, দুই হালি তিনটি কলার দাম কত টাকা? Ans: ২৭.৫০ টাকা
  • ৪, ৮ ও ১০ এর ৪র্থ সমানুপাতি কোনটি? Ans: ২০
  • দুইটি ধনাত্মক পূর্ণসংখ্যার বর্গের সমষ্টি ২২১ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? Ans: ১০

Govt Jobs

Bank Jobs

Viva Jobs