Studypress Blog
১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায় - ২) প্রিলি প্রস্তুতি : সাধারণ গণিত থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ( উত্তর সহ ) । পর্ব- ৩
04 Aug 2021
- ৩০ জন শ্রমিক ২০ দিনে একটি বাড়ী তৈরি করতে পারে। ১২ জন শ্রমিক কত দিনে ঐ বাড়ীটি তৈরি করতে পারবে? Ans: ৫০ দিনে
- 5,11,13,7,8 এবং 10 সংখ্যাগুলোর গড় কত? Ans: 9
- 2x3-5x2+4=0 সমীকরণের x এর সহগ কত? Ans : 0
- আয়ান সাহেব একটি মোবাইল সেট P টাকায় বিক্রয় করে x% লাভ করেছেন। তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন? Ans: 100p/(100+x)
- (9x-4)/(3x-2) - 2 =? Ans: 3^x
- একই হার মুনাফায় কোনো আসল ৭ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা-আসলে তিনগুন হবে? Ans: ১৪
- জাওয়াদ মোবাইলে 5 মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য 1.50 টাকা এবং ভ্যাট 15% হলে মোট কত টাকা বিল হবে? Ans: 8.625 Taka
- x-2, x^2-4 এবং x+2 এর গ.সা.গু নিচের কোনটি? Ans: 1
- (3/2)^x = 1 হলে x এর মান নিচের কোনটি? Ans: 0
- একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার? Ans: 2
- X^2-6x+9=0 সমীকরণের মুল কয়টি? Ans: 1
- একটি বৃত্তের ব্যাস r হলে বৃত্তটির ক্ষেত্রফল কত? Ans: πr^2/4
- ১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? Ans: ২৫
- পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৪ বছর এবং অনুপাত ৭:২। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? Ans: ২৬:১১
- একটি রম্বসের ক্ষেত্রফল 52 বর্গ সে.মি. হলে এর কর্ণদ্বয়ের গুণফল কত? Ans: 104 বর্গ সে.মি.
- যদি f(x)=x^3+9x^2-3x-6 হয়, তবে f(-2)=কত? Ans: 28
- x+y=2, x^2+y^2 = 4 হলে, x^3+y^3 এর মান কত? Ans: 8
- দুইটি সংখ্যার সমষ্টি ৪৭ এবং তাদের অন্তর ৭ হলে সংখ্যা দু’টি কত? Ans: 27 এবং 20
- Log5(3√5)( √5) এর মান কোনটি? Ans: 5/6
- ৪% লাভে বিক্রয়মূল্য ৪৬৮ টাকা হলে ক্রয়মূল্য কত? Ans: ৪৫০ টাকা