Studypress Blog
১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায় - ২) প্রিলি প্রস্তুতি : সাধারণ গণিত থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ( উত্তর সহ ) । পর্ব- ২
03 Aug 2021
- ১/৪, ৩/১৬, ৯/২০এর সাধারণ গুনিতক নিচের কোনটি? Ans: ৯/৪
- 150 এর ১০% কত? Ans: 15
- 25 : 81 দ্বিভাজিত অনুপাত কোনটি? Ans: 5 : 9
- ৭ জন লোক একদিনে একটি কাজের ১/৭ অংশ করে। ৭ দিনে একজন লোক ঐ কাজের কত অংশ করতে পারবে? Ans: ১/৭ অংশ
- ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত? Ans: ৩৯২ টাকা
- মুনাফার হার ৮% হলে, ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত? Ans: ১৬০ টাকা
- √m+1/√m=2 হলে, √m - 1/√m= কত? Ans: 0
- ax = b, by =C, cz=a হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক? Ans: a=axyz
- a= √3+√2 হলে, a3 +3a+3a-1+a-3 এর মান কত? Ans: 24√3
- ১+১/৩+১/৯+..................ধারাটির ১ম ৫টি পদের সমষ্টি কত? Ans: ১২১/৮১
- দুইটি সংখ্যার যোগফল 56। যদি সংখ্যা দুইটির অনুপাত 3:1 হয়, তবে সংখ্যা দুইটির গুনফল নিচের কোনটি হবে? Ans: 588
- x2-y2, (x+y)2, x3+y3 এর গ.সা.গু কত? Ans: x+y
- (2-1+ 5-1)-1 এর মান কত? Ans: 10/7
- 9x+3 = 27x+1 হলে x এর মান কত? Ans: 3
- log5(√5 3√5) এর মান কত? Ans: 5/6
- সমকোণী ত্রিভুজের একটি কোণ 60° হলে অপর কোণটি কত? Ans: 30°
- 500 এর পূরক কোণ কোনটি? Ans: 400
- বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? Ans: 25π
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60° হলে, বৃত্তস্থ কোণ কত? Ans: 30°
- ১০ মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে, অপর তীরে অবনতি কোণ কত ডিগ্রি? Ans: 60°
- ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? Ans: 1/2 ×ভূমি× উচ্চতা*
- দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখ্যা কত হবে? Ans: একটি