Studypress Blog

১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায় - ২) প্রিলি প্রস্তুতি : সাধারণ গণিত থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ( উত্তর সহ ) । পর্ব- ১

02 Aug 2021

  • 3x2-x+5=0 সমিকরনে x এর সহগ কত? Ans: -1
  • দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত? Ans: 100
  • 6√64 ×3√27= কত? Ans: 6
  • দুটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত? Ans: ১
  • একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? Ans: ৫ %
  • (x-4)2=0 সমীকরণের মূল কয়টি? Ans: 1
  • যদি x+2y=4 এবং x/y=2 হয়, তবে x=কত? Ans: 2
  • দুটি কোণের সমষ্টি দুই সমকোন হলে, একটিকে অপরটির কি বলে? Ans: সম্পূরক কোণ
  • সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের মান 80 হলে অপর কোণদ্বয়ের মান কত? Ans: 50° ও 50°
  • log√3 81 এর মান কত? Ans: 8
  • a+b = √7 এবং a-b= √5 হলে, 8ab(a2+b2) = কত? Ans: 24
  • ৩০ লিটার পরিমাণ মিশ্রনে এসিড ও পানির অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে কি পরিমান পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে? Ans: ৪০ লিটার
  • সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমান ১২০° হলে এর বাহুর সংখ্যা কত? Ans: ৬
  • চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমান হবে? Ans: ১৩৫°
  • a2-3a, a2 -4a+3 এর গ সা গু কত? Ans: a-3
  • একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার? Ans: ৪৮
  • কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? Ans: ৩৬০°
  • 4x = 8 হলে x  এর মান কত? Ans: 3/2
  • f(x) =x3 – 6x2 + 11x-6 হলে, f(2)= কত? Ans: 0
  • ৩৭৫ এর ২০% কত? Ans: ৭৫
  • দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬, তাদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত? Ans: ১২০
  • একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক? Ans: x√2
  • P এর মান কত হলে 4x2 –px+ 9 একটি পূর্ণ বর্গ হবে? Ans: 12
  • X4+x2+1 এর উৎপাদক কোনটি? Ans: (x2+x+1)(x2-x+1)
  • তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত? Ans: ২১০

Govt Jobs

Bank Jobs

Viva Jobs