Studypress Blog
38Th BCS Preliminary Questions and Solution- Computer and Governance
29 Jul 2021
৮১.জেরেমি বেস্তম কোন দেশের অধিবাসী ? যুক্তরাজ্য
৮২.মূল্যবোধ পরীক্ষা করে - উপরের সবগুলো
৮৩.গোল্ডেন মিন কি?: দুটি চরম পন্থায় মধ্যবর্তী অবস্থা
৮৪.ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে - মূল্যবোধের শিক্ষা থেকে
৮৫.সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতা প্রকাশ করে? অংশগ্রহণ
৮৬.নিচের কোন রিপোর্ট এ বিশ্ব ব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন
৮৭.নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? নৈতিক শাসন
৮৮.নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?আইন
৮৯.কোন বছর undp সুশাসনের সঙ্গে প্রদান করে? ১৯৯৭
৯০.শূণ্যবাদ যেই ল্যাটিন শব্দ থেকে এসেছে তার অর্থ: কিছুই না
৯১.কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? টিসিপি/IP
৯২.কোন চিহ্নটি ইমেইল এর ভিতর থাকবেই?: @
৯৩.নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?উইকিপিডিয়া
৯৪.10101111 এর 1 's কমপ্লিমেন্ট
01010001
৯৫.কোন ধরণের বাস ব্যবহৃত হয়না? Dat bus
৯৬.rom ভিত্তিক প্রোগ্রাম এর নাম কি?Firmware
৯৭.একটি লজিক গেট এর আউটপুট ১ হয় যখন এর ইনপুট ০ হয়। এই গেটটি -NAND
৯৮.কোনটি মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম? ms dos
৯৯.ডিস্ক ডিফ্রাগমেনটেশন ব্যবহৃত হয়? খারাপ সেক্টর পরীক্ষা করতে
১০০.কোন সাইট টি কেনা বেচার জন্য নয়? google.com
১০১.কম্পিউটার নেটওয়ার্ক osi মডেল এর স্তর কয়টি? ৭টি
১০২.কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার
১০৩.ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? SMTP
১০৪.কোনটি সঠিক নয়? A.A`=1
১০৫.এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় ? ১৬