Studypress Blog
১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (কলেজ) প্রিলি প্রস্তুতি : সাধারণ জ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ( উত্তর সহ ) । পর্ব- ১
27 Jul 2021
- আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? - ভিয়েনা
- সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? - অপরাহ্নে
- পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? - হীরক
- আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? - সাঙ্গু
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? - ব্রাসেলস
- বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? - চাকমা
- বাতাসের শহর কোনটি? - শিকাগো
- ভুটানের মুদ্রার নাম কি? - গুলট্রাম
- বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? - ১০ ডিসেম্বর
- কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? - ইরাক
- চিরশান্তির শহর কোনটি? - রোম
- বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরষ্কার লাভ করেন? - ১০ অক্টোবর ১৯৭২
- কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? - কালো
- লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? - ১২০ দিন
- আপেলে কোন এসিড বিদ্যমান থাকে? - ম্যালিক এসিড
- পূর্বাশা দ্বীপের অপর নাম কি? - দক্ষিন তালপট্টি দ্বীপ
- বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? - মৌলভী বাজার
- বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? - ভবের পাড়া
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত? - ৪ বছর
- বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর সংগীত পরিচালক কে ছিলেন? - সমর দাস
- প্রাচীন বাংলায় সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো? - কুমিল্লা, নোয়াখালী