Studypress Blog
১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল) প্রিলি প্রস্তুতি : সাধারণ গণিত থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ( উত্তর সহ ) । পর্ব- ২
19 Jul 2021
- 13+23+33+.........+n3= কত? = {n(+1)/2}2
- ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সেঃ মিঃ ও b সেঃ মিঃ। তাদের মধ্যবর্তী দূরত্ব h সেঃ মিঃ হলে, এর ক্ষেত্রফল কত? = 1/2(a+b)h
- qx = 1 হলে, x এর মান কত? qx = 1 হলে, x এর মান কত? = 0
- একটি আয়াতাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে, এর ক্ষেত্রফল কত? = 60 বঃ মিঃ
- একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরুপ হবে? = সদৃশকোনী
- বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? = π
- ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়? = (Sin2θ=1-cos2θ)
- a, b, c ক্রমিক সমানুপাতিক হলে, নিচের কোন সিদ্ধান্তটি সঠিক? = (b2=ac)
- x+y, x-y, x2 – y2 এর গ সা গু কত? = 1
- ax =n হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক? = (x=logan)
- x2 – y2 এর উৎপাদক কত? = (x+y)(x-y)
- ABCD সামন্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো। ∠BAD = 100° হলে। ∠BCE = কত? = 80°
- শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দিগুণ হবে? = ২০ বছরে
- a ≠ 0 হলে a°= কত? = 1
- ১ মাইল = কত কিলোমিটার? = ১.৬০৯ কি. মি.
- A = {x:x জোড় মৌলিক সংখ্যা}, তালিকা পদ্ধতিতে কি হবে? = {2}
- একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুন সময় লাগবে? = ১/২ গুন
- একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? = ১৯ : ২৫
- কোন সংখ্যার ৭৫% = ৩? = ৪
- 0, 5, 7 এর গড় কত? = 4
- (a+1/a)2 = 3 হলে, a3+1/a3 এর মান কত? = 0
- log42 এর মান কত? = 1/2
- একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১০ সে. মি. হলে, তার ক্ষেত্রফল কত বর্গ সে. মি.? = 25√3 বঃ সেঃ মিঃ