Studypress Blog
১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (স্কুল ) প্রিলি প্রস্তুতি: বাংলা থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন (পর্ব- ২)
10 Jul 2021
- সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যামান? -কথ্যভাষা
- ভাষার মৌলিক অংশ কয়টি ? - ৪টি
- একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা হলে কোন চিহ্ন ব্যবাহার করতে
হবে? - কোলন - ‘চক্ষুদান করা ‘ বাগধারার অর্থ কী? - চুরি করা
- অনুবাদের পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল? - অভ্যাসের
- He is out of luck - অর্থ কি? - তার পোড়া কপাল
- ‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? - বন + পতি
- ‘আকাশে চাঁদ উঠেছে’। এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ? - ঐক্যদেশিক অধিকরণ
- পূর্বপদ প্রধান সমাস কোনটি ? - অব্যয়ীভাব
- ‘মরদ’ এর বিপরীত লিঙ্গ - জেনানা
- ‘খাতক‘ এর বিপরীত শব্দ - মহাজন
- ‘হাতি‘ এর সমার্থক শব্দ - কর
- নষ্ট হওয়া স্বভার যার - এক কথায় কী বলে ? - নশ্বর
- সাপের খোলস- বাক্য সংকোচন কি হবে? - নির্মোক