Studypress Blog

৩৮ তম বিসিএস প্রস্তুতিঃ কম্পিউটারের নম্বর ব্যবস্থা

02 Jul 2021

* বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক- বিট। [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার ২০১৬]

* হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হলো- অক্ষর ও ডেসিমাল ডিজিট।

* (৮৫০)১০ হেক্সাডেসিমেল এ রূপান্তর করলে- (৩৫২)১৬। [বাংলাদেশ ডাক বিভাগ পরিদর্শক ২০১৬]

* সংখ্যা পদ্ধতি প্রধানত- চার প্রকার। যথাঃ দশমিক, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল।

* কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য ব্যাবহৃত হয়- বাইনারি সংখ্যা পদ্ধতি।

* বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যাবহৃত হয়- ০ ও ১ অঙ্ক দুটি।

* কম্পিউটারে ডিজিটাল পদ্ধতি হলো- বাইনারি পদ্ধতি।

* দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যাবহৃত অঙ্ক ১০টি হলো- ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯।

* হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ব্যাবহৃত অঙ্ক ১৬টি হলো- ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F।

* হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হলো- ডেসিমাল ডিজিট ও অক্ষর।

* (10101) বাইনারি সংখ্যাটির দশমিক মান কত- 21

* BCD সংখ্যার কোড সংখ্যা- ৪টি।

* ASCII এর পূর্ণরূপ- American Standard Code for Information Interchange.

* ইউনিকোড (UNICODE) মূলত- ২ বাইট বা ১৬ বিটের কোড।

* লজিক গেইটে থাকে- এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট।

* মৌলিক গেইট হলো- ৩টি। OR, AND, NOT.

* সর্বজনীন গেইট- ৩টি। OR, AND, NOT.

* কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- FORTRAN.

* প্রোগ্রাম রচনা করা সবচেয়ে কঠিন- মেশিন ভাষায়।

* মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- অবজেক্ট প্রোগ্রাম।

* উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে- Interpreter ও Compiler.

* BCD শব্দটির পূর্ণরূপ হলো- Binary Coded Decimal.

* NOT গেইটে ইনপুট থাকে- মাত্র একটি।

* BCD কোড ব্যবহৃত হয়- দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের ক্ষেত্রে।

* তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংসসমূহ হলো- ডেটা বা উপাত্ত।

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs