Studypress Blog

৩৮ তম বিসিএস প্রিলি স্পেশাল সাজেশনঃ অনুবাদ

28 Jun 2021

 

Give back citizenship to the Rohingyas

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিন।

Myanmar govt. must act now

এখনই মিয়ানমার সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে । ।

We agree with the opinion of the visiting Rakhine Commission that granting citizenship to Rohingyas is

imperative for a lasting solution to the ongoing crisis.

চলমান রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য তাদের নাগরিকত্ব দেওয়া অত্যাবশক - সফরত রাখাইন

কমিশনের এই মতের সাথে আমরা সহমত পোষণ করছি। 

The Commission issued the statement during a discussion organised by the Bangladesh Institute of

International and Strategic Studies on Tuesday following the visit of the three-member delegation to two

Rohingya refugee camps in Ukhia and Teknaf upazilas in Cox's Bazar.

কমিশনটির ৩সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক দল কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুটি রোহিঙ্গা শরণার্থী শিবির

দেখে এসে গত মঙ্গলবার বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যাণ্ড স্ট্রেটিজিক স্টাডিস কর্তৃক আয়োজিত

একটি আলোচনা সভায় এই মন্তব্য করেন।

The urgent need to grant citizenship status to Rohingyas cannot be emphasised enough given that they are

one of the largest groups of stateless people in the world.

 

রোহিঙ্গারা বিশ্বের বৃহত্তম একটি রাষ্ট্রহীন গোষ্ঠী হওয়াই তাদের অত্যাবশকীয় অধিকার ’নাগরিকত্ব’ প্রদান করতে খুব

বেশি পানি ঘোলা করা ঠিক হবে না । 

The Rohingya cause has begun to gain ground only recently despite there being a long history of abuse of

the ethnic Muslim minority often called the most persecuted group in the world. 

বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু মুসলিম গোষ্ঠী হিসেবে পরিচিত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নির্যাযিত হওয়া সত্ত্বেও

সম্প্রতিই বিষয়টি আলোচনা - সমালেনাচনার টেবিলে ঝড় তুলেছে ।

The Myanmar government's discriminatory policies towards the Rohingyas, particularly the 1982 Citizenship

Law that essentially stripped them of access to full citizenship and denied them of the most fundamental

rights, have led to one of the worst humanitarian crises of our time.

বিশেষ করে ১৯৮২ সালের নাগরিকত্ব আইন যা রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ ও অধিকাংশ মৌলিক অধিকার থেকে

বঞ্চিত করেছিল সেটি সহ রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকারের বৈষম্যমূলক নীতিসমূহ বর্তমানের সবচেয়ে ঘৃণ্য

মানবিক সংকট সৃষ্টি করেছে ।

Myanmar's willful silence on allegations of mass rapes, indiscriminate killings and torching of entire villages

by security forces can only be interpreted as state sanctioned violence to carry out a campaign of ethnic

cleansing against the minority.

নিরাপত্তা বাহিনীদের দ্বারা গণ ধর্ষণ , নির্বিচারে হত্যা , সমগ্র গ্রামকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগের বিষয়ে মিয়ানমার

সরকারের নীরব ভূমিকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীটিকে একেবারে জাতিগতভাবে নির্মূলের জন্য একটি সহিংস অভিযান পরিচালনা

করাকে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি হিসেবে বলা যেতে পারে।

Since the Commission only has recommendatory powers and the Myanmar government isn't legally bound

to comply with its suggestions, international bodies and world leaders must prioritise the plight of the

Rohingya and pressurise Myanmar into starting the deliberation process of granting Rohingyas citizenship. 

যেহেতু কমিশনটির শুধুমাত্র পরামর্শ দেওয়ার ক্ষমতা রয়েছে এবং সেগুলো মিয়ানমার সরকারের মেনে নেওয়ার জন্য

বাধ্যকতাপূর্ণ কোন আইনী কাঠামো নাই, তাই আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব নেতৃবৃন্দকে রোহিঙ্গাদের এই

 

সংকটাপন্নতাকে গুরুত্ব দিতে হবে এবং তাদের নাগরিকত্ব প্রদান করার জন্য সুবিবেচিত ব্যবস্থা গ্রহণে মিয়ানমার

সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে ।
The Myanmar government cannot forever deny their responsibility and complicity in fomenting the decades-

old crisis and bringing about the dehumanising ordeal of the Rohingya that has gone on for far too long.

সর্বোপরি , 

মিয়ানমার সরকার কোন ভাবেই তাদের দায় এড়াতে ও কয়েক দশকের পুরোনো সংকটিকে জিইয়ে রাখতে সহায়তা

করতে এবং ইতিমধ্যেই ব্যাপক ঘৃণ্য পর্যায়ে যাওয়া রোহিঙ্গাদের অমানবিক ও শোচনীয় অবস্থাকে আরো বিষিয়ে তুলতে

পারে না ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Govt Jobs

Bank Jobs

Viva Jobs