Studypress News

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ২০১৫: ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত

15 Oct 2015

ভারতের পুনেতে সিনিয়র, জুনিয়র ও ইয়ুথ কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত। তিনি স্বর্ণের পাশাপাশি ২টি রৌপ্যপদকও জিতেছেন। এ ছাড়া মুস্তাইন বিল্লাল জিতেছেন একটি রৌপ্যপদক।
আন্তর্জাতিক ভারোত্তোলন প্রতিযোগিতা থেকে বাংলাদেশের পক্ষে তৃতীয় নারী হিসেবে স্বর্ণপদক জয় করেছেন সীমান্ত। এর আগে ২০১২ সালে নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মোল্লা সাবিরা এবং শাহরিয়ার সুলতানা সুচি দু’জনই নিজ নিজ ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেছিলেন।ইয়ুথ বিভাগে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে সীমান্ত স্ন্যাচে ৭৮ ও ক্লিন এ্যান্ড জার্কে ৯৮ মোট ১৭৬ কেজি উত্তোলন করে প্রথম হয়েছেন। এ বিভাগে রৌপ্য পেয়েছে স্বাগতিক ভারত এবং ব্রোঞ্জ পেয়েছে কানাডা। এ ছাড়া মেয়েদের জুনিয়র এবং সিনিয়র বিভাগে ৬৩ কেজি ওজন শ্রেণীতে অংশ নিয়ে সীমান্ত পেয়েছেন রৌপ্যপদক। ছেলেদের ইয়ুথ বিভাগে ৬২ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ৯০ ও ক্লিন এ্যান্ড জার্কে ১১৫ মোট ২০৫ কেজি উত্তোলন করে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের মুস্তাইন বিল্লাহ।