Studypress News
বুয়েটের নতুন ভিসি হলেন অধ্যাপক বদরুজ্জামান
12 Sep 2024

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।
১২-০৯-২৪ তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক বদরুজ্জামানকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক বদরুজ্জামান তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতার পাশাপাশি বিধি অনুযায়ী ভিসি পদের সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।
গত ১৮ অগাস্ট পদত্যাগ করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য করা হয়েছে। যোগদানের তারিখ থেকে নতুন পদে তার চার বছরের মেয়াদ শুরু হবে।
Important News

Highlight of the week
