Studypress News

২০১৫ ফ্রেঞ্চ ওপেন এ পুরুষ এককে স্তানিসলাস ভাভরিঙ্কা ,মহিলা এককে সেরেনা উইলিয়ামস জয়ী

07 Jun 2015

ফ্রেঞ্চ ওপেনের মহিলা এককে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।চেক প্রজাতন্ত্রের লুইকি সাফারোভাকে ৬-৩, ৬-৭ (২-৭) ও ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন মার্কিন কৃষ্ণ-সুন্দরী।সেরেনার এটি ক্যারিয়ারের তৃতীয় ফ্রেঞ্চ ওপেন শিরোপা ও ২০তম গ্র্যান্ডস্ল্যাম। এর আগে ২০০২ ও ২০১৩ সালে ফ্রেঞ্চ ওপেনে জেতেন সেরেনা।ইউএস ও উইম্বলডনের পাশাপাশি এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছেন সেরেনা।
এছাড়া ২০০১ সালে জেনিফার কাপ্রিতির পর প্রথম কোনো খেলোয়াড়া পর পর দুই বছর ফরাসি ওপেন জিতলেন।মহিলা এককে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ের ক্ষেত্রে সেরেনা এখন তৃতীয়। ২২টি গ্র্যান্ডস্ল্যাম জিতে সেরেনার সামনে আছেন জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফ। আর ২৪ গ্র্যান্ডস্ল্যাম নিয়ে সবার ওপরে আছেন মার্গারেট কোর্ট।

২০১৫ সালের ফ্রেঞ্চ ওপেন টেনিসের পুরুষ এককে শিরোপা জয় করেছেন সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিঙ্কা। ফাইনালে তিনি হারিয়েছেন ফেবারিট সার্বিয়ার নোভাক জোকোভিচকে।