Studypress News

ফিফা-ব্যালন ডি’অর ২০১৪: মেসি-ন্যয়ারকে হারিয়ে বর্ষসেরা রোনালদো

13 Jan 2015

বার্সেলোনার লিওনেল মেসি ও বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল ন্যয়ারকে হারিয়ে ফিফা ব্যালন ডি’অর ২০১৪ পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য টানা দুই বছরের মতো ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার। 

গত বছর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি । চলতি মৌসুমে রোনালদো রীতিমতো উড়ছেন। স্প্যানিশ লা লিগায় ১৭ ম্যাচে ২৬ গোল করে নতুন এক রেকর্ড গড়েছেন সিআর সেভেন। ২৬টি গোল করার পাশাপাশি ৮টি গোলে সহায়তাও করেছেন সতীর্থদের। 

শুধু তাই নয়, উয়েফা চ্যাম্পিয়নস লিগে ৭১ গোল করে রাউল গঞ্জালেসকে ছুঁয়ে ফেলেছেন। রিয়ালকে জিতিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপা। জিতিয়েছেন স্প্যানিশ কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। চলতি মৌসুমে লা লীগায় বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকিয়ে সবার উপরে অবস্থান করছে রিয়াল। যেখানে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

২০১৪ সালে বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন জার্মানির নাদিন কেসলার। এই তালিকায় তার সঙ্গে ছিলেন ব্রাজিলের নারী ফুটবলার মার্তা ও যুক্তরাষ্ট্রের আবি ওয়ামবাচ। নাদিন জার্মানি জাতীয় নারী দল ও উলফসবার্গের হয়ে খেলেন। গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয়ার কারণেই কতৃপক্ষ তাকে সেরা খেলোয়াড়েরর জন্য মনোনীত করেন।

বর্ষসেরা গোলের পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। তিনি বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে অসাধারণ এক ভলিতে গোল করেছিলেন। সেই গোলটিই জিতে নিয়েছে পুসকাস অ্যাওয়ার্ড। 

বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো। তিনি জার্মানিকে বিশ্বকাপ জিতিয়েছেন। এই তালিকায় তার সঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়াগো সিমন।