Studypress News

জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস ঘালির মৃত্যু

17 Feb 2016

জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস বুট্রোস ঘালি ৯৩ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার কায়রোর একটি হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা। মেরুদন্ডের নিচের অংশের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুট্রোস ঘালি। তাঁর মৃত্যুর ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রথম আরবি হিসেবে জাতিসংঘ মহাসচিব হয়েছিলেন বুট্রোস ঘালি। মিশরের নাগরিক ঘালি ১৯৯২ সালে থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের মহাসচিব হিসেবে ঘালির ৫ বছর মেয়াদ ছিল বিতর্কিত। ১৯৯৪ সালে রুয়ান্ডায় গণহত্যা এবং ৯০ এর দশকে অ্যাঙ্গোলার গৃহযুদ্ধে জাতিসংঘের নিষ্ক্রিয় অবস্থান নিয়ে বিতর্ক ছিল।