Studypress News

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আর নেই

09 Feb 2016

মঙ্গলবার কাঠমান্ডুর মহারাজগঞ্জে নিজের বাড়িতে সুশীল কৈরালার মৃত্যু হয় বলে জানিয়েছেন নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রকাশ মানসিংহ। ৭৭ বছর বয়সী সুশীল কৈরালা নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সভাপতি ছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী নিউমোনিয়ায় ভুগছিলেন। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি গৃহযুদ্ধে বিধ্বস্ত নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সুশীল কৈরালা।গত বছরের সেপ্টেম্বরে নেপালের নতুন সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মধ্যপন্থী এই কংগ্রেস নেতা। সুশীলের জন্ম নেপালের রাজনীতিতে প্রভাবশালী কৈরালা পরিবারে। ১৯৩৯ সালের ১২ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। তার চাচাতো ভাইদের মধ্যে মাতৃকা প্রসাদ কৈরালা, গিরিজা প্রসাদ কৈরালা ও বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৩ সালে বিমান ছিনতাইয়ের এক ঘটনায় তিন বছর কারাগারেও থাকতে হয়েছিল সুশীল কৈরালাকে।