Studypress News

উত্তর কোরিয়াকে অবরোধের হুমকি জাতিসংঘের

08 Feb 2016

পঞ্চমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো পিয়ংইয়ং। যদিও উত্তর কোরিয়া বলছে, কক্ষপথে পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানোর জন্য এই রকেট নিক্ষেপ করা হয়েছে, এর সাথে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্কই নেই।কিন্তু উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাদের সামরিক মিত্র যুক্তরাষ্ট্র এই রকেট নিক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং উদ্বেগ প্রকাশ করেছে।মাস-খানেক আগেই সফল পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করে উত্তর কোরিয়া। ওই পরমাণু বিস্ফোরণের পরীক্ষার পর থেকেই আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে দেশটি। বলা হচ্ছে জাতিসংঘের আইন লংঘন করেছে দেশটি। জাপানের মতে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া জাতিসংঘের প্রস্তাব ভঙ্গ করেছে।

এখনই উত্তর কোরিয়ার ওপর কঠোর অবরোধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায় জাতিসংঘের দূত ও’জুন। তিনি বলেন, “উত্তর কোরিয়াকে এটা বুঝিয়ে দিতে হবে যে পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিয়ে কোনও হেলাফেলা করলে চলবেনা। তা নিয়ে তাদের সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করতে হবে । আর এ জন্যই দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সম্প্রসারণ মেনে নেবেনা সেই স্পষ্ট বার্তাই নিরাপত্তা পরিষদ থেকে দেয়া হবে”।

(সূত্র: বিবিসি)