Studypress News
পঞ্চম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া
07 Feb 2016
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগের মতে, উত্তর কোরিয়া পঞ্চমবারের জন্যে পরমাণু পরীক্ষা চালাতে প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সারা বিশ্বজুড়ে এর সমালোচনা হচ্ছে। স্থানীয় সময় সকাল নয়টার দিকে উত্তর কোরিয়ার সোহে মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি ছোঁড়া হয়। পিয়ং ইয়ং জানিয়েছে, রকেটটি দশ মিনিটের মাথায় কোয়াংমিয়ংসং নামে একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের কক্ষপথে প্রবেশ করে। তারা দাবি করছে, এই রকেট নিক্ষেপ কক্ষপথে পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠানোর জন্য এবং এর সাথে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো সম্পর্কই নেই। কিন্তু দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র এই রকেট নিক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া এবং উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে, উত্তর কোরিয়ার এই রকেট নিক্ষেপ আসলে সামরিক মহড়া। জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে জানিয়েছেন, বার বার অনুরোধের পরও এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া জাতিসংঘের প্রস্তাব ভঙ্গ করেছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে নিরাপত্তা পরিষদ আজ রোববার জরুরী এক বৈঠকে বসছে।
(সূত্র: বিবিসি)