Studypress News
বীমা করপোরেশনের লিখিত পরীক্ষা শুরু ৮ নভেম্বর
01 Nov 2024

সাধারণ বীমা করপোরেশনের দুটি পদের লিখিত পরীক্ষার কেন্দ্রের তালিকা ও সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রথম পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর এবং দ্বিতীয় পদের পরীক্ষা ১৫ নভেম্বর। প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহীমুল ইসলাম বাবুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুটি পদ হলো: জুনিয়র অফিসার (প্রকৌশল) এবং সহকারী ম্যানেজার (প্রকৌশল)/সহকারী প্রকৌশলী। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে প্রার্থীদের রোল উল্লেখ রয়েছে।
এতে বলা হয়, পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে প্রার্থীদের প্রবেশপত্র প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রার্থীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা প্রার্থীদের অবশ্যই পালন করতে হবে।
Important News

Highlight of the week
