Studypress News

চলে গেলেন এডগার মিচেল

06 Feb 2016

ষষ্ঠ মানুষ হিসেবে চাঁদের বুকে পা রাখা এডগার মিচেল আর নেই। চাঁদে পা রাখা ১২ জন মানুষের মধ্যে আর বেঁচে রইলেন সাতজন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকার বাড়িতে ৮৫ বছর বয়সে মারা যান এই নভোচারী। ১৯৭১ সালের ৫ ফেব্রুয়ারি চাঁদের বুকে পা রাখেন যুক্তরাষ্ট্রের এই নভোচারী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

অ্যালান শেপার্ড ও স্টুয়ার্ট রোজার সঙ্গে অ্যাপোলো ১৪ নভোযানে চড়ে চাঁদে যান মিচেল। ১৯৭১ সালের ৩১ জানুয়ারি চাঁদের উদ্দেশে পৃথিবী ত্যাগ করেছিল নভোযানটি। অভিযানে দুটি আলাদা সময়ে মিচেল ও শেপার্ড চাঁদে অবতরণ করেছিলেন। এ সময় তাঁরা দুজন ৩৩ ঘণ্টারও বেশি সময় ধরে চাঁদের পৃষ্ঠ থেকে পাথরসহ অন্যান্য নমুনা সংগ্রহ করেন। সেই সময় মার্কিন পতাকাকে পেছনে রেখে শেপার্ডের বিখ্যাত সেই ছবিটি তুলে দিয়েছিলেন মিচেল।

ধর্ম ও বিজ্ঞানের সম্পর্ক নিয়ে জীবনের একপর্যায়ে  বেশ হতাশ হয়ে পড়েছিলেন মিচেল।  নিজের এই হতাশার কথা প্রকাশ্যেও বলেছিলেন তিনি। ভিনগ্রহের আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস বা ইউএফও পৃথিবীতে এসেছে বলেও বিশ্বাস করতেন এই মিচেল।

চাঁদে পা রাখা ১২ নভোচারীর মধ্যে বেঁচে আছেন বাজ অলড্রিন, অ্যালান বেন, ডেভিড স্কট, জন ডব্লিউ ইয়ং, চার্লস ডিউক, ইউগেন কারনান ও হ্যারিসন স্মিথ।

(সূত্র: বিবিসি)