Studypress News

জিকার টিকা তৈরির দাবি করছে ভারত

04 Feb 2016

গোটা দুনিয়া কাঁপছে জিকা আতঙ্কে। গত সোমবার রেড অ্যালার্ট জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে, এরই মধ্যে জিকার টিকা আবিষ্কারের কাজের ঘোষণা এসেছে ভারত থেকে। হায়দরাবাদের ভারত-বায়োটেক কোম্পানি দাবি করেছে তারা জিকার টিকা তৈরির পথে অনেক দূর এগিয়েছে।

চিকিৎসা বিজ্ঞানীদের ধারণা এডিস মশাবাহী জিকা ভাইরাসের সাথে ‘মাইক্রোসেফালি’তে আক্রান্ত শিশু জন্মগ্রহণের সম্পর্ক থাকতে পারে। মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশুর মস্তিষ্কের গঠন সম্পূর্ণরূপে হয় না। ফলে শিশু বুদ্ধিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

‘দ্য ভ্যাকসিনস এন্ড বায়ো-থেরাপিউটিক ম্যানুফ্যাকচারার’ দেড় বছর ধরে জিকাভ্যাক নিয়ে কাজ করছে। প্রকল্পটি নিয়ে ভারত সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও যাবতীয় তথ্যও দিয়েছে তারা।

সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডা. কৃষ্ণ এল্লা বলছেন, “আমরাই প্রথম সংস্থা যারা জিকার টিকার স্বত্ত্ব দাবি করতে পারি।”

কোম্পানিটির আশা পূর্ণাঙ্গ সহায়তা ও অগ্রাধিকার ভিত্তিতে কাজ করলে দুই বছরেরও কম সময়ের মধ্যে টিকা তৈরি করা সম্ভব।

জিকা ভাইরাসের টিকা উন্নয়নে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করতে কোম্পানিটি প্রস্তুত রয়েছে। লাতিন আমেরিকার কয়েকটি কোম্পানি এরই মধ্যে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান কৃষ্ণ ইল্লা।